Cracked Heels: বাড়িতেই পা-ফাটার সমস্যা কমাবেন কীভাবে? দেখে নিন কিছু সহজ টিপস

Lifestyle Tips: শীতের মরসুমে পা-ফাটার সমস্যা অনেকের ক্ষেত্রেই দেখা যায়। এই সমস্যা ঘরোয়া পদ্ধতিতেই দূর করা যায়। জেনে নিন সহজ কিছু নিয়ম।

প্রতীকী ছবি, ছবি সূত্র- নিজস্ব চিত্র

1/10
শীতের মরসুমে পা-ফাটার সমস্যা অল্প বিস্তর প্রায় সকলেরই দেখা যায়। এই সমস্যা ঘরোয়া উপায়েই দূর করা সম্ভব। কীভাবে কী করবেন জেনে নিন।
2/10
পা-ফাটার সমস্যা দূর করতে হলে সবার আগে প্রয়োজন হল পা বিশেষ করে গোড়ালির অংশ পরিষ্কার রাখা। এক্ষেত্রে আপনি গরম জল ও লিক্কুইড শ্যাম্পু ব্যবহার করতে পারেন।
3/10
লিকুইড শ্যাম্পু গরম জলের মধ্যে মিশিয়ে তার মধ্যে পা ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর নরম ব্রাশ এবং পিউমিক স্টোন দিয়ে পা ঘষে পরিষ্কার করে নিতে হবে।
4/10
পায়ের যে অংশ ফেটে যাওয়ার প্রবণতা বেশি সেখানে অবশ্যই ভাল করে ক্রিম লাগিয়ে রাখতে হবে। তাহলে ওই অংশের ত্বক নরম হয়ে যাবে এবং পা ফাটার সমস্যা কমবে।
5/10
বেশি পা ফাটার সমস্যা দেখা দিলে পেট্রোলিয়াম জেল লাগাতে পারেন। এর ফলে পা ফাটার সমস্যা কমে যেতে পারেন।
6/10
পা ফাটার সমস্যা কমানোর জন্য পায়ের যে অংশ বেশি ফাটার প্রবণতা রয়েছে সেখানে তেল মালিশ করতে পারেন। এক্ষেত্রে অলিভ অয়েল বা নারকেল তেল খুব ভালভাবে কাজ করে।
7/10
পায়ে স্ক্রাব করাও জরুরি। এর ফলে পায়ের নোংরা দূর হয়। পা ফাটার সমস্যা কমে যায়। স্ক্রাবের ক্ষেত্রে মধু বা চিনি ব্যবহার করতে পারেন।
8/10
মাঝে মাঝে পায়ে ম্যাসাজ করুন। পায়ে ব্যথা হলে গরম জলে পা ডুবিয়ে রাখুন। এর ফলে উপকার পাবেন। পা ফাটার সমস্যা কমানোর ক্ষেত্রে পা পরিষ্কার রাখার দিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন।
9/10
পা ফাটার প্রবণতা থাকলে খালি পায়ে একেবারেই হাঁটাচলা করবেন না। এর ফলে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে।
10/10
এছাড়াও ব্যবহার করতে পারেন মোজা। এতেও পা ফাটার সমস্যা কমতে পারে। সারাবছর মোজা পরার সমস্যা থাকলেও, শীতের মরসুমে মোজা ব্যবঘস্র করতেই পারেন। ছবি সূত্র- পিক্সেলস
Sponsored Links by Taboola