Handling Family Pressure: অসম্ভব চাপ দিচ্ছে পরিবার? বলে-বুঝিয়ে পেরে উঠছেন না? কী করণীয় জানুন
Family Relationships: রাতারাতি কিছু হয় না, ধৈর্য ধরতে হবে। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
দুঃসময়ে নিজের লোককেই পাশে পাওয়া যায়। তাই পরিবার-পরিজনদের আগলে রাখি আমরা। কিন্তু কখনও কখনও পরিবারকে নিয়েই হিমশিম খাই আমরা।
2/10
কাজ থেকে ব্যক্তিগত জীবন, পারিবারিক চাপ অনেক সময় সামলানো যায় না। মুখে কিছু বলতে না পারলেও, ভিতরে ভিতরে ভেঙে পড়ি। এ ক্ষেত্রে কী করণীয় জানুন।
3/10
ভিতরে ভিতরে যন্ত্রণা সহ্য করবেন না। খোলাখুলি কথা বলুন পরিবারের সঙ্গে। নিজের মনোভাব তুলে ধরুন। জানান, তাঁদের সম্মান করলেও, আপনার নিজস্ব মতামতও রয়েছে। আবেগের পরিবর্তে যুক্তি দিয়ে কথা বলুন। রাগ-অভিমান এড়ান।
4/10
সম্পর্ক যতই গভীর হোক না কেন, সীমানা থাকা উচিত। সেই গণ্ডি যাতে কেউ না পেরোন, তা দেখার দায়িত্ব আপনারই। কোনও বিষয়ে আলোচনা করতে না চাইলে, পরিষ্কার জানিয়ে দিন। বিরক্তি প্রকাশ না করেই বুঝিয়ে দিন সীমানা।
5/10
পরিবারের সঙ্গে সংঘাতে না গিয়ে, বোঝাপড়ার চেষ্টা করুন। ছোট ছোট বিষয়ে সমঝোতা করলে, গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে নিজের মতামত জানানো সহজ হয়। চটজলদি কিছুই হয় না। সবকিছুই সময় সাপেক্ষ।
6/10
পরিবারে এমন কোনও দাদা, দিদি বা কাকা থাকেন, যাঁর কাছে নির্ভয়ে মনের কথা বলতে পারেন। যিনি বিপদে আমাদের সহায় হোন। একা চাপ না নিয়ে, তাঁর মাধ্যমে নিজের অবস্থান জানিয়ে দিন।
7/10
চারিদিকের চাপ সামলাতে গিয়ে নিজের মনের খবর রাখা হয় না। সবার আগে নিজের যত্ন নিন। আপনি ঠিক থাকলে, তবেই বাকি সব ঠিক হবে।
8/10
কোনও কিছুই রাতারাতি পাল্টে যায় না। তাই ধৈর্য ধরতে হবে। উত্তেজিত হবেন না।
9/10
তবে কিছু ক্ষেত্রে, বিশেষ করে এশিয়ার রক্ষণশীল সমাজে পরিবারের চাপে অনেক সময়ই মাথানত করে ফেলি আমরা। মনে রাখবেন, কিছু ক্ষেত্রে পরিবারের মনোভাব পাল্টাতে পারবেন না আপনি। খামোখা ঝগড়াঝাঁটিতে না গিয়ে, নিজের সিদ্ধান্তে অনড় থাকুন। মানসিক শান্তির জন্য প্রয়োজনে বজায় রাখুন দূরত্ব। কিন্তু সম্পর্ক নষ্ট করবেন না।
10/10
চাপ অসহ্য হয়ে উঠলে, কিছুতেই সুরাহা না হলে পেশাদার কাউন্সেলরের সাহায্য নিন। সময়ের সঙ্গে যে ভাবনার বদল প্রয়োজন, তা একজন পেশাদার ভাল ভাবে বোঝাতে পারেন। ডিসক্লেইমার : প্রতিবেদনে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 06 Feb 2025 03:14 PM (IST)