Relationship Tips: একডাকে পাশে পেয়ে যান, আগলে রাখেন আপনাকে, বন্ধুত্বের চেয়ে বেশি কিছুতে আগ্রহী সামনের জন, বুঝবেন যে আচরণ দেখে
প্রেম নিবেদন হয়ত হয়নি। কিন্তু দু’জন মানুষের একে অপরকে ভাল লাগতেই পারে। দেখা হলে কথা বলেই হয়ত কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। আবার বিপদে আপদেও পরম বন্ধুর মতো পাশে থাকেন পরস্পরের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকটা সময় পর এই সমীকরণ নিয়ে ধন্দ জাগতেই পারে। শুধুই বন্ধু, নাকি তার চেয়ে বেশি, নিজেকেই প্রশ্ন করি আমরা। কিন্তু সামনের জন কী চাইছেন, তা বুঝে উঠতে সমস্যা বাধে।
সামনের জন সম্পর্কে জড়াতে চাইছেন কিনা, তা বোঝা যদিও সহজ। শুধু তাঁর কিছু আচরণ লক্ষ্য করতে হবে। তাতে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে নিজেরও।
সম্পর্কে যোগাযোগ টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। সামনের মানুষটি যদি নিয়মিত আপনার খোঁজখবর রাখেন, মেসেজ করে জানতে চান, খেয়েছেন কিনা আপনি, কী করছেন আপনি, সারাদিন কেমন কাটল, বুঝতে হবে আপনাকে নিয়ে ভাবছেন তিনি।
হাজার ব্যস্ততার মাঝেও আপনার একডাকে যদি তিনি হাজির হয়ে যান, বুঝবেন, আপনি তাঁর কাছে গুরুত্বপূর্ণ। বন্ধু-বান্ধব, পরিবার, কাজ, সব সামলে যদি আপনাকে আলাদা করে সময় দেন, তাকে ইতিবাচক ইঙ্গিত বলেই ধরা যেতে পারে।
পরস্পরের সঙ্গে নিভৃতে সময় কাটানো এক জিনিস, আর সকলের সামনে হাতে হাত রেখে হাজির হওয়া অন্য জিনিস। নিজের বন্ধুবান্ধব, পরিবার এবং পরিচিত বৃত্তে যদি অবলীলায় আপনাকে নিয়ে যেতে আগ্রহী হন সামনের জন, বুঝবেন শুধু বন্ধু নন আপনি।
অনেকে আছেন, শুধু নিজের কথা বলে যান। কিন্তু আপনি জীবনে কী করতে চান, আপনার স্বপ্ন কী, তা জানতে যদি আগ্রহী হন কেউ, বুঝতে হবে সম্পর্ক নিয়ে ভাবছেন তিনি।
একান্ত ব্যক্তিগত কথা, যা কাউকে বলা যায় না, তা আপনার সঙ্গে ভাগ করে নিচ্ছেন সামনের জন! সম্পর্কের ভিত্তিই বিশ্বাস। বুঝতে হবে, আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন সামনের জন।
আপনার জন্মদিন, আপনার জীবনের খুঁটিনাটি মুহূর্ত একেবারে মুখস্ত সামনের জনের! বুঝতে হবে, তাঁর জীবনে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু সময় কাটানো নয়, ভবিষ্যতের কথা ভাবছেন সামনের জন।
নিজের পরিবার, গোটা দুনিয়া হয়ত আপনার বিরুদ্ধে চলে গিয়েছে। সেই অবস্থায় শুধু পাশে থাকাই নয়, লাগাতার উৎসাহ জুগিয়ে যাচ্ছেন সামনের মানুষটি। জানবেন, মানুষটি আপনাকর হাত ছাড়তে নারাজ। অনেক দূর যেতে চান একসঙ্গে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -