Relationship Tips: হারিয়ে ফেলছেন নিজেকেই, সম্পর্কে তাড়াহুড়ো করে ফেলছেন না তো!
গতিশীল সময়ের সঙ্গে তাল মেলাতে গিয়ে ফুরসত নেই আমাদেরও। ব্যস্ততার ফাঁকে আলাদা করে নিজেকে বা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভাবার সময় নেই। ফলে যেমন চলছে, মেনে নিই আমরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো মোটেই ভাল লক্ষণ নয়। পরস্পরকে বুঝতে শেখা, একটি একটি করে ধাপ পেরনো অত্যন্ত প্রয়োজন। কিন্তু সম্পর্কেও কি তাড়াহুড়ো করে ফেলছেন, কী করে বুঝবেন, জানুন।
আলাপ-পরিচয় পর্ব পেরিয়ে হয়ত একসঙ্গে জীবন কাটানোর কথা ভাবতে শুরু করেছেন। পরস্পরের সম্পর্কে অনেক খুঁটিনাটি বিষয় হয়ত জানেন। তার পরেও কি কিছু বাকি থেকে যাচ্ছে বা কোথাও ফাঁক থেকে যাচ্ছে বলে মনে হচ্ছে! তাহলে ভাববার বিষয়।
কথাবার্তাই সম্পর্কের ভিত্তি। কিন্তু কথা বলতে গিয়ে কি ক্লান্তিবোধ করছেন? বা সামনের জন অনর্গল কথা বলে যাওয়ায় কি অস্বস্তি বা বিরক্তি হচ্ছে আপনার? ব্রেক নেওয়ার কথা ভাবতে পারেন।
পরস্পরের পছন্দ-অপছন্দ হয়ত জানেন। কিন্তু জীবনের কিছু গোপন কথা এখনও ভাগ করে নিতে পারেননি। বার বার মুখ খুলতে গিয়েও থেমে গিয়েছেন মাঝপথে। তাড়াহুড়ো করার আগে বসে ভাবুন।
বিয়ের আগে একছাদের নিচে পরস্পরকে চেনার সুযোগ হাতছাড়া করেন না অনেকেই। কিন্তু লিভ ইন সম্পর্কে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি সত্যিই তৈরি তো? আপনার অনিচ্ছা সত্ত্বেও সঙ্গী যদি বার বার লিভ ইন করার কথা তোলেন, ভেবে দেখতে হবে আপনাকে।
আপনার সঙ্গে সময় কাটাতে উদগ্রীব সঙ্গী। অথচ আপনার বন্ধুবান্ধব বা ঘনিষ্ঠ মহলের সঙ্গে পরিচয় করতে নারাজ। কথা উঠলেই নানা অজুহাত দেখান।বুঝতে হবে, তাড়াহুড়ো করছেন আপনি।
সম্পর্কে শারীরিক ঘনিষ্ঠতা অস্বাভাবিক নয়। কিন্তু সম্পর্ক শুধু শরীর নির্ভর হয়ে পড়লে মুশকিল। মানসিক প্রয়োজনীয়তা পূরণ না হলে সেই সম্পর্ক নিয়ে দু’বার ভাবুন।
সম্পর্কে জড়ালে পরিণয় সূত্রে বাঁধা পড়ার প্রসঙ্গও উঠে আসে আপনা আপনি। কিন্তু গোড়া থেকেই যদি বিয়ের জন্য ঘ্যান ঘ্যান করতে থাকেন কেউ, বাচ্চা কেমন হবে, সংসার কী ভাবে চলবে, বুঝতে হবে তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। আগে পরস্পরকে বোঝা, চেনা উচিত।
এক সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে বাকি সবকিছু রসাতলে যাচ্ছে! না নিজের খেয়াল রাখতে পারছেন, না দায়িত্ব পালন করতে পারছেন! কথার খেলাপ হয়ে যাচ্ছে সর্বত্র! নড়েচড়ে বসুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -