Relationship Tips: না বলা কথাও বুঝে যান, হাতের ছোঁয়াতেই প্রলেপ পড়ে ক্ষতে, মনের মানুষ চিনবেন যে লক্ষণ দেখে
Soulmates: ভিড়ের মধ্যে সঠিক মানুষকে চেনা দায়। মনের মানুষ চিনবেন যে ভাবে...
ছবি: পিক্সাবে।
1/10
প্রযুক্তি গোটা দুনিয়াকে হাতের মুঠোয় এনে দিলেও, মনের মানুষের খোঁজ পাওয়া আজও দুষ্কর। সিনেমার দৌলতে প্রক্যেকের জন্য কোথাও কেউ না কেউ আছে বলে যদিও বা অবচেতনে মেনে নিয়েছি আমরা। কিন্তু বাস্তবে মনের মানুষের খোঁজ পাওয়া সহজ নয়।
2/10
আর যদিও বা মনের মানুষের খোঁজ মেলে, কোনও না কোনও বাধা বিপত্তি চলেই আসে। আবার অনেক সময় আমরাই সঠিক জনকে চিনতে পারি না। সঠিক মানুষকে চিনতে গেলে তাই কিছু জিনিস মাথায় রাখা প্রয়োজন।
3/10
দীর্ঘমেয়াদি সম্পর্কের ক্ষেত্রে শরীরকে অগ্রাহ্য করা যায় না। কিন্তু ভালবাসা শুধুমাত্র শরীর সর্বস্ব হতে পারে না কখনও। সঠিক মানুষের খোঁজ পেলে দেখবেন, রং-রূপ-শরীরের প্রস্নই আসবে না। বরং গভীর টান অনুভূত হবে পরস্পরের প্রতি।
4/10
মনের মিল এমনি এমনি হয় না। চরিত্রগত মিলও থাকে দু’জনের মধ্যে। তাই কথাবার্তা শুরু হলে মনে হবে যেন কতদিন ধরে চেনেন পরস্পরকে। না কথা বলাও তাই বুঝে যতে সুবিধা হবে।
5/10
সঠিক মানুষ পেলে, সংযোগ গড়তে হয় না আলাদা করে। আপনা আপনিই রসায়ন গড়ে ওঠে। ভাবনাচিন্তায় মিল ফুটে উঠবে। পরস্পরের মধ্যে তৈরি হবে গভীর বোঝাপড়া।
6/10
জীবনের সবকিছু যদি বিগড়ে গিয়েও থাকে, যে মুহূর্তে তাঁর সঙ্গে দেখা হবে, সব ভুলে যাবেন। সঠিক মানুষ পেলে আপনা থেকেই ক্ষতে প্রলেপ পড়তে শুরু করবে। ইতিবাচক চিন্তাভাবনাই ঘিরে থাকবে
7/10
সঠিক মানুষ পেলে আলাদা করে ভবিষ্যৎ পরিকল্পনার প্রয়োজন পড়ে না। দেখবেন, দু’জনের লক্ষ্য কোথাও যেন গিয়ে মিলে যাচ্ছে। সাময়িক দূরত্ব তৈরি হলেও ফিরে ফিরে আসবেন পরস্পরের কাছে।
8/10
তাঁর মতো ভাল করে আপনার মনকে হয়ত বুঝতে পারেন না আর কেউ। পরস্পরের দুর্বলতা জানেন আপনারা, কোথায় হাত রাখলে যন্ত্রণা বাড়বে, তা জানেন। এমন হলে বুঝবেন, একেবারে সটিক মানুষ এসেছেন জীবনে।
9/10
সম্পর্কে নিরাপত্তাহীনতায় ভোগেন অনেকে। কিন্তু সঠিক মানুষকে পাশে পেলে, তাঁর বাহুডোরেই সবচেয়ে নিরাপদ বোধ করবেন আপনি। নিজের উপর তো বটেই, প্রিয় মানুষকে নিয়েও বাড়বে আত্মবিশ্বাস।
10/10
গোটা দুনিয়া একদিকে, আর আপানারা দু’জন অন্যদিকে। কাউকে প্রয়োজন পড়ে না আলাদা করে। পরস্পরকে কাছছাড়া করতে মন চায় না এক মুহূর্তের জন্যও। বরং একসঙ্গে থাকলে বাকি কারও দিকে নজরই যায় না। এমন যুগলকে রাজযোটক বলা চলে।
Published at : 28 May 2023 10:41 AM (IST)