Relationship Tips: প্রেমে বাধা হচ্ছে দূরত্ব! ঘুচে যাবে নিমেষে, শুধু ইচ্ছে থাকা চাই

Long Distance Relationship: চোখের আড়াল হলে, মনের আড়াল হতে সময় লাগে না। দূরে থেকেও সম্পর্ক বাঁচানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।

ছবি: পিক্সাবে।

1/9
কাছে থেকেও অনেক সময় মনের মানুষের থেকে দূরত্ব বাড়ে। পাশাপাশি বসে থাকলেও মাঝখানে অদৃশ্য দেওয়াল উঠে যায় নিজের অজান্তেই। তা পেরনোর সাহস করি না দু’জনের কেউই।
2/9
আর চোখের বাইরে থাকলে তো কথাই নেই। প্রিয় মানুষের মনের বাইরে চলে যেতে সময় লাগে না। তার মধ্যেও কিছু যুগল সম্পর্ক টিকিয়ে রাখতে সফল হন।
3/9
কিন্তু দূরে থেকেও মনের কাছাকাছি থাকার জন্য কম মেহনত করতে হয় না। আজকাল নতুন নতুন প্রযুক্তি সেই কাজ সহজতর করে তুলেছে। তাই দূরত্ব বেশি হলেও, সম্পর্কে যাতে তার প্রভাব না পড়ে, সেই চেষ্টা করে যেতে হবে।
4/9
মনের মানুষ দূরে রয়েছেন তো কী হয়েছে? অনলাইন মাধ্যমে ডিনার ডেট হতেই পারেন। যেদিন দু’জনের ছুটি থাকবে, ভিডিও কলে সময় কাটান। একসঙ্গে রান্নার পরিকল্পনা করুন, প্রযুক্তির ওপারে তিনি, এ পারে আপনি। ক্যামেরায় চোখ রেখে নৈশভোজও হোক একই সঙ্গে।
5/9
অফিসে কাজের মাঝে কথা বলার সুযোগ হয় না। লাঞ্চ আওয়ারে তা সেরে নিতেই পারেন। খেতে খেতে কয়েক মিনিট না হয় হাল—হকিকত জেনে নিলেন পরস্পরের!
6/9
ওয়র্ক ফ্রম হোম থাকলে একসঙ্গে না হয় কাজই করলেন কিছু ক্ষণ। ক্যামেরা অন করে রাখুন। কাজের ফাঁকে চালিয়ে যান টুকটাক কথা। আধঘণ্টা, একঘণ্টা হলেও চলবে।
7/9
দীর্ঘ দিন দেখা না-ই বা হল, দেখা হওয়ার দিন কী কী করবেন, তা তো আগে থেকে পরিকল্পনা করে রাখতে পারেন! কী করবেন, কোথায় যাবেন, একটু একটু করে যোগ করতে থাকুন। এতে পরস্পরের কাছাকাছি আসার উৎসাহও বাড়বে।
8/9
বন্ধুদের সঙ্গে বসে ‘ট্রুথ অ্যান্ড ডেয়ার’ খেলেছেন নিশ্চয়ই! ভিডিও কলে প্রিয় মানুষের সঙ্গেই না হয় পুরনো খেলায় মাতলেন! উৎসাহ বেড়াতে পুরস্কারের ব্যবস্থাও রাখতে পারেন।
9/9
হাতে ফোন এসে যাওয়ার পর থেকে খাতায় কলমে চিঠি লেখার অভ্যাস গিয়েছে। কিন্তু প্রেমপত্র লেখা এবং পাওয়ার অভিজ্ঞতাই আলাদা। লিখিত অক্ষরে মনের ভাব যেমন প্রকাশ করা যায়, মুখে বলে হয় না। চিঠি না হলেও, ইমেল তো করাই যায়!
Sponsored Links by Taboola