Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
How to make almond milk at home: দুধ সহ্য হয় না? বাড়িতেই তৈরি করুন আমন্ড মিল্ক
আবার অনেকে এখন ভিগান লাইফস্টাইল বেছে নিচ্ছেন। তাঁরা প্রাণীজাত কোনও খাবার খান না। ফলে গরু বা মোষের দুধও এড়িয়ে যান তাঁরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই দুই ধরনের ব্যক্তিদের জন্যই খুব ভাল বিকল্প হতে পারে আমন্ডের দুধ বা Almond Milk. বাইরে থেকে এটি কিনতে পাওয়া যায়। কিন্তু পকেট বাঁচাতে বাড়িতেও করতে পারেন এটি।
বাড়িতেই তৈরি করুন আমন্ডের দুধ। নিজে নিজে কীভাবে সহজেই তৈরি করবেন? রইল তারই পদ্ধতি
প্রথমেই এক কাপ বা ২৫০ গ্রাম আমন্ড নিন। তারই সঙ্গে নেবেন ৫ কাপ বা ১.২৫ লিটার জল।
তার আগে আমন্ড ভিজিয়ে রাখতে হবে। সাধারণ জলে ওই আমন্ডগুলি ভিজিয়ে রাখুন। অন্তত ৮ ঘণ্টা জলে রাখতে হবে। সেক্ষেত্রে রাতভর ভিজিয়ে রাখলেই কাজ হয়ে যাবে।
এবার প্রতিটা আমন্ডের খোসা ছাড়িয়ে নিন। আমন্ডের খোসায় ট্যানিন থাকে।
যা দেহে পুষ্টি শোষণ করতে বাধা দেয়। আমন্ড এমনি খাওয়ার সময়েও খোসা ছাড়িয়ে নিতে হবে।
এবার ওই আমন্ড একটি ব্লেন্ডারে দিয়ে তার সঙ্গে সওয়া এক লিটার জল দিয়ে ব্লেন্ড করুন।
এবার সেই মিশ্রণ একটি ছাঁকনির মধ্যে ছেঁকে নিলেই তৈরি আমন্ড মিল্ক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -