Pineapple Jam At Home: কীভাবে চটজলদি তৈরি করবেন আনারসের জ্যাম? রইল রেসিপি
আনারসের জ্যাম
1/10
বাড়িতে তৈরি কোনও খাবারেরও বিকল্প নেই। টাটকা, তাজা, ঘরে তৈরি খাবারে শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও কম থাকে।
2/10
যেকোনও ফলের তৈরি জ্যামই দারুণ সুস্বাদু। বাড়িতে সঠিক পদ্ধতি মেনে তৈরি করে রাখতে তা ভালো থাকে দীর্ঘ সময় পর্যন্ত। রুটি, পাউরুটি কিংবা এমনি এমনিও খেতে পারেন।
3/10
আনারস খেতে পছন্দ করে ছোট থেকে বড় সকলেই। আনারসের জ্যামও পছন্দ সকলেরই। তাহলে কেন না তা বাড়িতে বানিয়ে রাখুন। আর যখন খুশি খান। জেনে নিন তৈরির সহজ পদ্ধতি।
4/10
আনারসের জ্যাম তৈরি করার জন্য কী কী প্রয়োজন তা আগে দেখে নেওয়া যাক। জ্যাম তৈরি জন্য টাটকা আনারস এবং চিনি ছাড়া আর কিছুই লাগে না।
5/10
জ্যাম তৈরি করতে প্রথমে একটি আনারস ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। কোনও টুকরোতে যেন আনারসের গায়ে থাকা চোখ না থাকে, সেদিকে নজর রাখবেন।
6/10
এবার আনারসের টুকরোগুলিকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিন। পেস্ট তৈরি করার সময় মাঝে একবার খুলে নাড়াচাড়া করে দিতে পারেন। যাতে কোনও বড় টুকরো থেকে না যায়।
7/10
এবার একটি কড়াই গ্যাসে বসিয়ে তাতে মিক্সিতে বেটে রাখা আনারস ঢেলে ফোটাতে থাকুন। কড়াইয়ের নিচের অংশ যেন পুড়ে না যায়, তার জন্য হাতা দিয়ে নাড়াচাড়া করতে থাকুন।
8/10
এবার তার মধ্যে চিনি দিয়ে দিন। ফের নাড়াচাড়া করতে থাকুন।
9/10
মিশ্রণ যতক্ষণ না পর্যন্ত ঘন হচ্ছে, ততক্ষণ ফোটাতে হবে। অন্তত ১৫ মিনিট সময় লাগবে মিশ্রণ ঘন হতে।
10/10
মিশ্রণ ঘন হয়ে গেলে একটি পাত্রে ঢেলে ঠান্ডা করতে দিন। ঠান্ডা হলে উপর থেকে লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে মুখবন্ধ পাত্রে ঢেলে রাখুন। আপনার আনারসের জ্যাম তৈরি।
Published at : 09 May 2022 07:13 PM (IST)