Soap Lasting Long: গলে যাবে না, এক সাবান চলবে অনেক দিন, এই উপায়ে...
প্যাকেট খোলার জো নেই। গলে গিয়ে দফারফা হয়। বাথরুমে সাবান নিয়ে হামেশাই সমস্যায় পড়তে হয় আমাদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার উপায় রয়েছে হাতের কাছেই। সাবান গলবেও না, আবার চলবেও অনেক দিন।
প্রথমেই মনে রাখা দরকার, জল থেকে দূরে রাখা প্রয়োজন সাবান। শাওয়ারের কাছে বা কলের কাছে সাবান রাখবেন না।
সাবান মাখলে তা ভিজবেই। এক্ষেত্রে সাবান শুকিয়ে নেওয়া জরুরি। মাখা হয়ে গেলে সাবানটিকে হাওয়া-বাতাস খেলে এমন জায়গায় রাখুন।
সাবান যেখানে সেখানে ফেলে রাখবেন না। সাবাবের কেস কিনুন। ব্যবহারের পর সেই প্লাস্টিক বা স্টিলের কেসেই সাবান রাখুন। কেসের নীচে দিয়ে জল বেরনোর জায়গায় থাকে।
সাবান পাতলা হয়ে ভেঙেও যায়। সেই টুকরোগুলি তুলতে অসুবিধা হয়। বাজারে সোপ সেভিং পাউচ পাওয়া যায়, যা তৈরি জাল দিয়ে। টুকরোগুলি ওই পাউচের মধ্যে জমা করুন। অনেকগুলি জমে গেলে জাল-সহ গায়ে ঘষে স্নান করুন। আলাদা করে সাবান মেখে, ফের জালি দিয়ে ঘষতে হবে না।
সরাসরি সাবান জলে ভিজিয়ে গায়ে ঘষার চেয়ে, লুফায় সাবান লাগিয়ে নিন। তার পর গায়ে ঘষে নিন। এতে সাবানের ক্ষয় কম হবে।
গরম জলে সাবান মেখে স্নান করলে, তাড়াতাড়ি ফুরিয়ে যাবে সাবান। ঠান্ডা জলে স্নান করুন।
ফুরিয়ে আসা সাবানের টুকরো ওয়াশক্লথের মধ্যেও ভরে নিতে পারেন। ওই ওয়াশক্লথ গায়ে ঘষে স্নান করা যায়।
কী সাবান কিনছেন, এক্ষেত্রে তা-ও জরুরি। লিকুইড অয়েল দিয়ে তৈরি সাবান বেশি দিন চলে না। হার্ডার ফ্যাট এবং অয়েল দিতে সাবান বেশিদিন চলে।
প্যাকেট খুলে নিয়ে সাবানটিকে দু'টুকরো করে কেটে নিতে পারেন। একটি একটি করে ব্যবহার করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -