Eye Care Tips: শীতের মরশুমে বাড়বে বায়ুদূষণের মাত্রা, কীভাবে সুরক্ষিত রাখবেন নিজের চোখ?
শীতকালে রাস্তাঘাটে ধুলোবালির পরিমাণ অন্যান্য মরশুমের তুলনায় বেশি থাকে। কারণ এই সময় আবহাওয়া রুক্ষ, শুষ্ক প্রকৃতির থাকে। এই পরিস্থিতিতে চোখকে রক্ষা করার জন্য বাড়ির বাইরে বেরোলে অবশ্যই সানগ্লাস পরে বেরোন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশীতের মরশুমে চড়া রোদও থাকে। তাই সানগ্লাস পরে বেরোলে আপনার চোখ রোদ থেকেও সুরক্ষিত থাকবে। একই সঙ্গে ধুলোবালিও আপনার চোখে যাবে না।
কোনওভাবে চোখে কিছু পড়ে গেলে চোখে অস্বস্তি শুরু হয়। এই অবস্থায় চুল চুলকোয়। কিন্তু আপনি হাত দিয়ে বারবার ঘষে চোখে চুলকে ঘষতে যাবেন না। এর ফলে সমস্যা বা ইনফেকশন বাড়তে পারে।
যাঁরা রোজ বাড়ির বাইরে বেরোন তাঁরা বাড়ি ফিরে ইয়মিত ভাবে চোখ পরিষ্কার করুন ঠান্ডা জল দিয়ে।
চোখে ধুলোবালি পড়লে চোখ থেকে জল পড়া শুরু হয়। চুলকানি ভাব বোঝা যায়। এই অবস্থায় চোখ কখনই হাত দিয়ে কচলানো বা রগড়ানো উচিত নয়। তার জেরে সমস্যা বাড়তে পারে।
বাড়ি ফিরে চোখে ভালভাবে জল দিয়ে পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। এরপর বরফের টুকরো নরম কাপড়ের মধ্যে বেঁধে ভালভাবে চোখের চারপাশে লাগানো প্রয়োজন। এর ফলে ফোলাভাব এবং জ্বালানি বা এ জাতীয় সমস্যা থাকলে তা কমে যাবে।
যাঁদের চোখে চশমা রয়েছে তাঁরা চশমা পরিষ্কার করার সুরঞ্জাম সঙ্গে নিয়েই বেরোন । কারণ ধুলোবালিতে চশমার কাচে সহজে ময়লা জমতে পারে।
সারাবছর চোখের স্বাস্থ্য ভাল রাখার জন্য চোখ ভালভাবে পরিষ্কার রাখা প্রয়োজন। তবে এর জন্য কিছু সতর্কতাও মেনে চলা প্রয়োজন।
এছাড়াও বারবার চোখে হাত দেওয়া, চোখ চুলকে নেওয়া, এইসব কোনও কিছু হতে দেওয়া যাবে না। এর ফলে চোখে সমস্যা বাড়তে পারে।
চোখ পরিষ্কার করা সময় অনেকেই খুব জোরে জলের ঝাপটা দিয়ে থাকেন। এই অভ্যাস চোখের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। চোখে আলতো করে জল বুলিয়ে নিতে হবে। তার আগে হাত পরিষ্কার করা প্রয়োজন। আর চোখ মোছার জন্যেও নরম সুতির কাপড় ব্যবহার করা উচিত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -