Long Distance Relationship: চোখের বাইরে মানেই মনের বাইরে নয়, লং ডিসট্যান্স সম্পর্ক টেকানো শক্ত নয় মোটেই

Relationship Tips: দূরত্বও বাধা হবে না সম্পর্কে। শুধু চেষ্টা থাকতে হবে। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।

1/10
চোখের বাইরে মানেই মনের বাইরে, বহুকাল ধরে চালু রয়েছে এই কথা। বিশেষ করে সম্পর্কে দূরত্বের ভূমিকা অনেক। লং ডিসট্যান্স অনেক সময়ই বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়।
2/10
কিন্তু ইচ্ছে থাকলে উপায় বেরোয়। লং ডিসট্যান্স সম্পর্কের ক্ষেত্রেও একথা প্রযোজ্য। দুই তরফে একটু চেষ্টা-চরিত্র করলেই সুরাহা হতে পারে।
3/10
ভিন্ দেশের বাসিন্দা হলে সমস্যা রয়েছে বটে। তবে সঙ্গী যদি ভিন রাজ্যে থাকেন, আগে থেকে একসঙ্গে সিনেমা দেখার প্ল্যান করুন। পাশাপাশি না-ই বা বসলেন! OTT-তে বেছে নিন পছন্দসই ছবি বা ওয়েবসিরিজ। একই সময়ে দেখতে বসুন দু'জন। চলুক কথোপকথনও।
4/10
চিন্তা-ভাবনা দূরে সরিয়ে রেখে একসঙ্গে ভিডিও গেমও খেলতে পারেন। হালকা মেজাজে চলুক প্রতিযোগিতা। অভিযোগ, অনুযোগ, হতাশা বাসা বাঁধবে না মনে।
5/10
একটু সেকেলে হলেও মিস্ক টেপের বিকল্প নেই আজও। দু'জনের পছন্দের গানের তালিকা তৈরি করে প্লেলিস্টে যোগ করে নিন। গান শোনার সময় পরস্পরের প্রতি নিজেদের অনুভূতি ব্যক্ত করুন।
6/10
একসঙ্গে রান্না করতেও পারেন। এক সময়ে সম্ভব না হলেও, একজন অন্যজনকে রেসিপি বাতলে দিতে পারেন। রান্না করার সময় ভিডিও কলে জেনে নিন পর পর ধাপগুলি।
7/10
গুগল আর্থে ভার্চুয়াল ট্যুর করা যায়। তেমনই একজন ঘুরতে গেলে, অন্যজনও ভিডিও কলে আগ্রহ দেখাতে পারেন। নতুন জায়গায় কেমন অভিজ্ঞতা, কেমন সেই জায়গা, ভাগ করে নিন সঙ্গীর সঙ্গে।
8/10
দূরে গিয়ে কোন জিনিসটি সবচেয়ে বেশি মিস করছেন, কাছাকাছি থাকলে এই সময় কী করতেন, পরস্পরের কোন গুণটি সবচেয়ে ভাল লাগে, এমন হাজারো প্রশ্ন নিয়ে কাটিয়ে দেওয়া যায় ঘণ্টার পর ঘণ্টা। দেখবেন অনুভূতি গভীর হবে।
9/10
যত ব্যস্তই হোন না কেন, দিনে দু'বার অন্তত খোঁজ নিন সঙ্গীর, সকালে এবং বিকেলে। কোনও সমস্যা পড়ুন বা আনন্দের কোনও খবর, অবশ্।ই ভাগ করে নিন পরস্পরের সঙ্গে। তবে দেখা করবেন, মুখোমুখি কী করবেন, আগে থেকে আলোচনা করুন।
10/10
আপনার জীবনে তাঁর কী গুরুত্ব, তা ভাষায় প্রকাশ করা যায় না অনেক সময়। তাই সঙ্গীকে উপহারও পাঠাতে পারেন। শুধু বিশেষ দিনে নয়, এমনি দিনেও সারপ্রাইজ পেলে খুশি হবেন তিনি। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনে অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola