Savings Tips: কিছুতেই টাকা জমাতে পারছেন না? এই পথেই সহজ হবে সঞ্চয়
নির্দিষ্ট প্ল্যান করে নিন মাসের শুরুতেই। এতে খরচ কমে। আয়ের টাকা কোন কোন খাতে ব্যায় করবেন সেই হিসেব ছকে নিন মাসের শুরুতেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঘরে রঙ-বেরঙের ঘট রাখুন। তাতে টাকা জমান। ঘটের গায়ে টার্গেট লিখে রাখুন। অর্থাৎ কী কারণে টাকা জমাচ্ছেন সেটা লিখে রাখুন। লক্ষ স্থীর থাকবে।
ক্রেডিট কার্ড ব্যবহার বন্ধ করে দিন। এতে খরচা বাড়ে। ডেবিট কার্ডের ব্যবহারও কমিয়ে দিন।
ব্যাঙ্কের পাশাপাশি পোস্ট অফিসে যাওয়া অভ্যাস করুন। টাকা জমাতে সাহায্য করে পোস্ট অফিস।
রোজ চা-কফি, নেশার জিনিস বা বাইরের খাওয়া বন্ধ করুন। অফিসে বা বেরোনোর সময়ে বাড়ি থেকে টিফিন নিয়ে যান। এতে অনেকটাই সঞ্চয় হবে টাকা।
একটু একটু করে নয়, একসঙ্গে কেনাকাটা করুন। এতে একটা হিসেব থাকে।
আয় বাড়ানোর দিকে নজর দিন। আয় করার জন্য আরও বেশি সময় দিন। সে ক্ষেত্রে জমানোর সুযোগ থাকবে বেশি।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন, লাভজনক স্কিম দেখে বিনিয়োগ করুন। ইনস্যুরেন্স করুন। জীবনবিমা বা এই ধরণের ইনস্যুরেন্স কিন্তু অনেকটাই আপনাকে বিপদে সাহায্য করবে।
হিসাব লিখে রাখুন। সারাদিন যা যা খরচ হচ্ছে সেই রোজের হিসাব একটা জায়গায় লিখে রাখতে পারেন।
চেষ্টা করুন পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া-আসা করার। ক্যাব বা ট্যাক্সি নেওয়া বন্ধ করুন। নিজস্ব গাড়ি নিয়ে বেরোলে জ্যামে গাড়ির স্টার্ট বন্ধ রাখুন। এতে তেলের খরচ কমবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -