Pet Care: বাড়িতে পোষ্য রয়েছে? ওর যত্নে অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখুন
বাড়িতে পোষ্য রেখেছেন? মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ে সে? তাহলে আজ থেকে এই দিকগুলো মেনে চলুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবর্ষায় স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় সবথেকে বেশি সমস্যায় পড়ে বাড়ির পোষ্যরা। কুকুরদের ক্ষেত্রে খাবার জল নিয়ে সাবধানতা অবলম্বন করুন। হেতু বর্ষায় কুকুরদের লো-ইমিউনিটি লেভেল থাকে, তাই জল বাহিত রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রথমে জল গরম করুন। তারপর সেটিকে ঠান্ডা করে পোষ্যকে খাওয়ান।
পোষ্য জলে ভিজে গেলে শুকনো তোয়ালে দিয়ে গা মুছে দিন। যদি আপনার পোষ্য রোমশ হয়, তা হলে আরও বেশি যত্ন নিতে হবে।
বর্ষার সময় কোনও ধরনের পোকা বা মাছির সমস্যা থেকে মুক্তি পেতে পোষ্যকে রোজ অ্যান্টি-সেপটিক শ্যাম্পু দিয়ে স্নান করাবেন। নিয়মিত স্নান করান। নইলে পোষ্যদের গায়ে পোকা হতে পারে। যা ক্ষতিকর।
দৈনন্দিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি যাতে না কমে সে দিকে অবশ্যই নজর দিন। উল্লেখ্য, গরমে পোষ্যদের কষ্ট আরও বাড়ে। তরমুজ, শসা, ডাবের জল, আম, আদা খাওয়ান।
পোষ্যর স্বাস্থ্য ভাল রাখতে তার নিয়মিত শরীরচর্চা জরুরি। রাস্তা হোক বা বড় কোনও মাঠে নিয়ে গিয়ে পোষ্যকে রোজ খেলার সুযোগ দিন।
পোষ্যর জন্য বাড়িটি সবসময়ে নিরাপদ রাখুন । যে সব জিনিস থেকে পোষ্যর ক্ষতি হতে পারে, সেগুলি বাড়িতে রাখবেন না।
নিজে যে খাবার খান, সে খাবারই পোষ্যকে খাওয়াবেন না। ওদের নিয়ম মেনে সুষম খাবার দিন। যে কোনও সমস্যায় পশু চিকিৎসকের পরামর্শ নিন।
রংয়ের মধ্যে থাকে ক্ষতিকারক কেমিক্যাল যা আপনার পোষ্যর ত্বকের ক্ষতি করতে পারে। মনে রাখতে হবে আপনার ত্বকের চেয়েও আপনার পোষ্যর ত্বক অনেক বেশি পাতলা।
বাচ্চা কুকুর এবং বয়স্ক পোষ্য ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি কারণ এদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম। সেদিকে খেয়াল রাখুন। হোলির দিন আপনার পোষ্যকে ঘরের মধ্যে রাখুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -