Coconut Oil Benefits: ত্বকের যত্নে নারকেল তেল, কীভাবে করবেন ব্যবহার?
Coconut Oil Benefits For Skin: বাজার থেকে কেনা জিনিস নয়, বাড়িতে থাকা জিনিস দিয়েই শুরু হোক ত্বকের পরিচর্যা। কীভাবে স্বাস্থ্য়োজ্জ্বল রাখবেন ত্বক? রইল বিস্তারিত।
ফাইল ছবি
1/9
ত্বকের যত্নে নানা পন্থা অবলম্বন করা হয়। অনেক সময়ই বাজার থেকে কেনা জিনিস ব্যবহার করা হয়। কিন্তু বাড়িতে থাকা জিনিস দিয়েই অনায়াসেই ত্বকের যত্ন সম্ভব। যার মধ্যে অন্যতম নারকেল তেল।
2/9
সাধারণত নারকেল তেল চুলের যত্নে ব্যবহার করা হয়। এতে চুলে পুষ্টি জোগায়। আবার অনেকে নারকেল তেল দিয়ে নানা ধরনের রান্নাও করে থাকেন। কিন্তু এর পাশাপাশি ত্বকের পরিচর্যাও ব্যবহার করা যায় নারকেল তেল।
3/9
গবেষণা বলছে, ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। ফ্রি র্যা ডিক্যালের দ্বারা ক্ষতি নির্মূল করে। সংক্রমণ নির্মূল করতে সাহায্য করে।
4/9
কীভাবে ত্বকের জন্য ব্যবহার করবেন নারকেল তেল? বিশেষজ্ঞদের মতে, নাইট ক্রিমের মতোই নারকেল তেল ব্যবহার করা যেতে পারে।
5/9
এক টেবিল চামচ নারকেল তেল হালকা হাতে ঘষতে হবে। এবার ওই তেল মুখে এবং গলায় মালিশ করতে হবে।
6/9
মুখে অতিরিক্ত তেল রয়েছে মনে হলে হালকা সুতির কাপড় দিয়ে মুছে ফেলা যায়। তবে চোখের চারপাশে তেল না দেওয়াই শ্রেয়। চোখে তেল গেলে সমস্যা হবে।
7/9
নাইট ক্রিমের পাশাপাশি মেকআপ রিমুভার হিসেবেও ব্যবহার করা যায় নারকেল তেল।
8/9
নাইট ক্রিমের পাশাপাশি মেকআপ রিমুভার হিসেবেও ব্যবহার করা যায় নারকেল তেল।
9/9
নাইট ক্রিমের পাশাপাশি মেকআপ রিমুভার হিসেবেও ব্যবহার করা যায় নারকেল তেল।
Published at : 16 Nov 2022 10:39 PM (IST)