Skin Care With Coffee: বাড়িতেই কীভাবে তৈরি করবেন কফি স্ক্রাব বা মাস্ক, রইল কিছু সহজ পদ্ধতি
ত্বকের পরিচর্যা (Skin Care) বা যত্নের ক্ষেত্রে কফি (Coffee) যে নানা ভাবে কাজে লাগে, সেকথা সকলেরই জানা। তবে ঠিক কীভাবে কফি ব্যবহার করলে আপনার ত্বকের যত্ন একদম সঠিক ভাবে হবে এবং আপনি পুরো উপকার পাবেন, সেটা হয়তো অনেকেরই জানা নেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনিতে কফি স্ক্রাব, মাস্ক সব হিসেবেই বেশ জনপ্রিয়। কারণ স্কিন এক্সফোলিয়েশন, ডেড সেল ঝরানোর পাশাপাশি ত্বকের ঔজ্জ্বল্য ফেরানোর ক্ষেত্রে কফির জুড়ি মেলা ভার। এবার দেখে নেওয়া যাক ত্বকের পরিচর্যায় কফির সঠিক ব্যবহার।
কফির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে যা নানা ভাবে ত্বকের উপকার করে। কফি মাস্ক বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। এর জন্য কফি আর অ্যালোভেরা জেল একসঙ্গে ভালভাবে মিশিয়ে নিলেই হবে।
এই মিশ্রণ স্নানের আগে মুখে এবং গলায় ভালভাবে লাগিয়ে নিন। মিনিট ১৫ থেকে ২০ রেখে পরিষ্কার করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। তারপর আলতো হাতে নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিতে হবে। কখনই তোয়ালে বা গামছা দিয়ে ঘোষে মুখ মুছবেন না। এর জেরে ত্বকের ক্ষতি হয়।
কফির সঙ্গে অলিভ অয়েল মিশিয়েও খুব ভাল ফেস স্ক্রাব বাড়িতে তৈরি করা সম্ভব। কফির গুঁড়োর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে মুখে ম্যাসাজ করুন মিনিট ৫ থেকে ৭।
এরপর ৩০ মিনিট রেখে তারপর পরিষ্কার ঠান্ডা জলে ভালভাবে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে অন্তত তিনবার এই ফেস স্ক্রাব দিয়ে ম্যাসাজ করলে অল্পদিনেই তফাৎ চোখে পড়বে আপনার।
ডার্ক সার্কেলের সমস্যা বা চোখের চারপাশের ফোলা ভাব দূর করতেও কাজে লাগে কফি। এক্ষেত্রেও আপনি কফির গুঁড়ো এবং অলিভ অয়েল মেশানো মিশ্রণ ব্যবহার করতে পারেন। এই মিশ্রণ দিয়ে চোখের চারপাশের অংশে ম্যাসাজ করলে উপকার পাবেন।
রোজ রাতে শোয়ার আগে এই মিশ্রণ দিয়ে চোখের চারপাশে ম্যাসাজ করে নিন। মিনিট ১০ রেখে মুখে ধুয়ে নিতে হবে। আলতো হাতে ম্যাসাজ করা প্রয়োজন। গায়ের জোরে ঘষবেন না একেবারেই।
বডি স্ক্রাবার হিসেবেও দারুণ ভাবে কাজ করে কফি। ট্যানের সমস্যা, রুক্ষ শুষ্ক ত্বকের সমস্যা সব দূর করে ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে।
কফির গুঁড়োর সঙ্গে চিনির গুঁড়ো (ব্রাউন সুগার পেলে ভাল), আর পাতিলেবুর রস ও সামান্য জল দিয়ে বাড়িতেই বানিয়ে নিন কফি বডি স্ক্রাব। স্নানের সময় সপ্তাহে দু'দিন এই স্ক্রাব ব্যবহার করুন। উপকার পাবেন হাতেনাতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -