Contact Lenses: চোখে লেন্স পরেন? অতি অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি

Lenses: লেন্স পরার আগে সবসময় ভালভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। ভালভাবে হাত না ধুয়ে লেন্স পরা উচিত নয়।

প্রতীকী ছবি, ছবি সূত্র- নিজস্ব চিত্র

1/10
অনেকেই চোখে চশমা পরার তুলনায় লেন্স পরতে বেশি পছন্দ করেন। তবে এই লেন্স পরার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।
2/10
চোখে কোনওরকম ইনফেকশন থাকলে লেন্স না পরাই মঙ্গলজনক। এক্ষেত্রে সবার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
3/10
চোখে লেন্স পরার সময় আঙুলের ডগা যাকে বলে ফিঙ্গার টিপস, সেটা ব্যবহার করা উচিত। এক্ষেত্রেই তর্জনী বা মধ্যমা ব্যবহার করুন।
4/10
লেন্স ভাল ভাবে উপযুক্ত সলিউশন দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর পরিষ্কার হাত ছাড়া কখনই লেন্স ধরা উচিত নয়।
5/10
লেন্স পরার আগে সবসময় ভালভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। ভালভাবে হাত না ধুয়ে লেন্স পরা উচিত নয়।
6/10
লেন্স পরে কখনও ঘুমিয়ে পরবেন না। অতি অবশ্যই মনে করে ঘুমনোর আগে লেন্স খুলে নেওয়া প্রয়োজন।
7/10
লেন্স পরার পর চোখে কোনও রকম সমস্যা দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
8/10
অনেকে রঙিন লেন্স পরতে পছন্দ করেন। এক্ষেত্রে যাঁদের চোখ খুব সেনসিটিভ তাঁরা আগে একবার বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন।
9/10
যদি লেন্স পরার পর চোখে দেখতে কোনওভাবে অসুবিধা হয় তাহলে অবশ্যই লেন্স খুলে ফেলতে হবে। সলিউশন দিয়ে ভালভাবে পরিষ্কার করার পর আবার লেন্স ব্যবহার করুন।
10/10
যাঁরা নিয়মিত ভাবে লেন্স ব্যবহার করেন, তাঁরা অন্তত সঙ্গে একটা অতিরিক্ত লেন্স রাখবেন। নাহলে বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে পারেন।
Sponsored Links by Taboola