Pet Care Tips For Summer: তীব্র দাবদাহে টেকা দায়, বাড়ির পোষ্যদের ঠিকভাবে খেয়াল রাখছেন তো? কী কী করবেন?
বৈশাখের শুরু থেকেই ক্রমশ বাড়তে শুরু করেছে তাপমাত্রা। তীব্র গরমে টেকা দায়। আমি, আপনি যেমন অসহনীয় পরিস্থিতিতে রয়েছি, তেমনই বাড়ির পোষ্যদেরও বেহাল দশা। তাই তাদের সঠিক ভাবে দেখভাল করা প্রয়োজন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগরমের মরশুমে অতিরিক্ত তাপমাত্রার কারণে অসুস্থ হতে পারে আপনার পোষ্য। তাই দিনেরবেলায় চেষ্টা করবেন ওদের বাড়ির ভিতরেই রাখতে, বাড়ির বাইরে বের না করতে।
গরমের দিনে ডিহাইড্রেশন অর্থাৎ শরীরে জলের ঘাটতির সমস্যা হতে পারে পোষ্যদেরও। তাই ওরা ঠিকমতো জল খাচ্ছে কিনা সেই দিকে নজর দেওয়া প্রয়োজন।
যদি দেখেন পোষ্যরা ঠিকমতো খাওয়া-দাওয়া করছে বা বুঝতে পারেন ওদের খাওয়ায় অরুচি দেখা দিয়েছে তাহলে অবহেলা না করে পশু চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কারণ শরীর খারাপ হলে পোষ্যরা সবার আগে খাওয়া বন্ধ করে দেয়।
গরমের দিনে পোষ্যদের সুস্থ রাখার অন্যতম উপায় হল নির্দিষ্ট সময়ান্তরে ওদের সঠিক পরিমাণে জল খাওয়ানো। নিয়ম মেনে পোষ্যদের জল খাওয়াতে হবে।
গরমের মরশুমে যেহেতু তাপমাত্রা খুবই বেশি থাকে, চারপাশের আবহাওয়ায় রুক্ষ, শুষ্ক থাকে, তাই মাঝে মাঝে পোষ্যদের স্নান করাতে হবে। এই প্রসঙ্গে প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে নিতে পারেন।
অনেকেই পোষ্যদের ফিট রাখার জন্য একসারসাইজ করান। গরমের মরশুমে দিনের বেলায় কোনওভাবেই বাড়ির বাইরে পোষ্যদের শরীরচর্চা করাবেন না। ওরা অসুস্থ হয়ে পড়বে।
বাড়ির ভিতরে বিভিন্ন ধরনের খেলধুলোয় যুক্ত রাখুন আদরের পোষ্যদের। নিজেও দিনের কিছুটা সময় পোষ্যদের সঙ্গে কাটান। পোষ্যদের জন্য কিনতে পারেন কিছু খেলনাও।
যেসব খাবার খেলে পোষ্যদের শরীর ঠান্ডা থাকবে সেই ধরনের খাবার খাওয়ান। বাড়িতে পোষ্যরা যে ঘরে থাকে সেখানকার পরিবেশ ঠান্ডা, আরামদায়ক রাখার চেষ্টা করুন।
যদি দেখেন পোষ্য খুব ঝিমিয়ে রয়েছে, খাবার খাওয়ার ক্ষেত্রে অনীহা দেখাচ্ছে, ঠিকভাবে জল খাচ্ছে না, খেলাধুলো করছে না, তাহলে অবশ্যই একবার পশু চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া দরকার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -