Coffee Recipe: দুধ-চিনি-কফি! বাড়িতেই সহজে তৈরি Iced Latte
Ice Coffee Recipe: বাড়িতেই সহজে তৈরি হবে। অল্প সময়েই হাতে আসবে বরফ-ঠান্ডা কফি।
প্রতীকি চিত্র
1/9
প্রবল গরম পড়েছে। তাই বেশি গরম চা-কফি খাওয়াও সম্ভব নয়। কিন্তু ঠান্ডা কফি খেলে প্রাণ জুড়োবেই।
2/9
আইস কফি তৈরি করতে বেশি জিনিসও প্রয়োজন হয় না। বাড়িতেই মোটামুটি সব মেলে। সহজেই বাড়িতে তৈরি করা যায়।
3/9
৩ চামচ ইন্সট্যান্ট কফি, ১ কাপ জল, ৪ কাপ দুধ, ১ কাপ কনডেন্সড মিল্ক
4/9
৫-৬টি আইস কিউব, ভ্য়ানিলা সিরাপ ১ কাপ, ১ কাপ মিল্ক ক্রিম।
5/9
প্রথমে অর্ধেক কাপ জলে ৩ চামচ ইন্সট্যান্ট কফি নিয়ে এসপ্রেসো বানিয়ে ফেলতে হবে।
6/9
ভাল করে চামচ দিয়ে মিশিয়ে নিন ওই মিশ্রণ, যাতে কফিটা ভাল করে মিশে যায়।
7/9
এবার একটি বড় গ্লাসে কয়েকটি বরফের টুকরো দিন। এবার ওই এসপ্রেসো মিশ্রণ সেখানে ঢালুন। এবার তাতে দুধ ও চিনি ঢালুন।
8/9
এবার তার উপর এক কাপ কনডেন্সড মিল্ক বা চকোলেট মিল্ক ঢালুন। এবার মিল্ক ক্রিম ঢেলে চামচ দিয়ে নাড়াতে থাকুন।
9/9
ইচ্ছে হলে ওই মিশ্রণে ক্যারামেল সিরাপ বা সুগার সিরাপ অথবা অন্য কোনও ফ্লেভারড সিরাপ ঢালতে পারেন। তাহলেই তৈরি আইস কফি।
Published at : 16 Apr 2023 07:35 AM (IST)