Plastic Tea Cup: কাগজের কাপে চা খেলে মারাত্মক ক্ষতি! সাম্প্রতিক গবেষণায় চাঞ্চল্য
‘চা’ ছাড়া বাঙালি ভাবা যায় না। শীতের পড়ন্ত বিকেলে অফিস ফেরত জনতা অথবা সন্ধ্যার পাড়ার মোড়ের আড্ডায় হাতে ‘চা’ থাকবেই থাকবে। কিন্তু হাল আমলের কাপে চা খেলে না কি শরীরে মারাত্মক প্রভাব পড়ছে।
মাটির ভাঁড়েই চা খাওয়া অভ্যাস করুন
1/8
‘চা’ ছাড়া বাঙালি ভাবা যায় না। শীতের পড়ন্ত বিকেলে অফিস ফেরত জনতা অথবা সন্ধ্যার পাড়ার মোড়ের আড্ডায় হাতে ‘চা’ থাকবেই থাকবে। কিন্তু হাল আমলের কাপে চা খেলে না কি শরীরে মারাত্মক প্রভাব পড়ছে।
2/8
‘চা’ পাত্রটি এককালে হত মাটির ভাঁড়। এখন বিশ্বায়নের যুগে মাটির ভাঁড়, চিনামাটির কাপ, কাঁচের গ্লাস পেরিয়ে তা হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিকের অথবা কাগজের কাপ। আর তার দৌলতেই আমাদের অজান্তে দেহে ঢুকে পড়ছে ক্যান্সার সৃষ্টিকারী কারসিনোজেনিক উপাদান।
3/8
খড়্গপুর আইআইটির গবেষকদলের সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। বেশিরভাগ চায়ের দোকানেই ব্যবহৃত হচ্ছে কাগজের কাপ। আর তাতেই হচ্ছে বিপত্তি।
4/8
প্লাস্টিকের কাপ ব্যবহারের ফলে শরীরে ঢোকা উপাদানের প্রভাবে বাড়ছে । হচ্ছে মুখ ও গলার ক্যানসারের প্রবণতা।
5/8
প্লাস্টিকের এই উপাদানে থাকে টক্সিক বিসফেল যা মুখ ও গলার ক্যানসারের অন্যতম কারন। সেই বিষ সরাসরি মানবদেহের অন্ত্রে পৌঁছে রক্তে মিশছে আর পৌঁছে যাচ্ছে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কোষে কোষে।
6/8
গবেষকরা বলছেন, অবিলম্বে এই ধরনের কাপের ব্যবহার বন্ধ করার জন্য সচেতনতা বৃদ্ধির প্রয়োজন। পরিবেশবান্ধব উপাদানের ব্যবহার বাড়াতে হবে।
7/8
সমীক্ষা অনুযায়ী আগামীতে ভারতে ক্যানসার ১২% বৃদ্ধি পেতে চলেছে। এখন গবেষণায় প্রাপ্ত ফল আগাম অশনি সঙ্কেত দিচ্ছে। তাই কাগজ কিংবা প্লাস্টিকের কাপ ছেড়ে কাঁচ, চিনামাটির পাত্র কিংবা মাটির ভাঁড়েই চা খাওয়া অভ্যাস করুন।
8/8
এর ফলে স্বাদ ও উপকার দুইই মিলবে চা পানে
Published at : 08 Mar 2023 02:00 PM (IST)