Beach Vacation: সমুদ্রের পাড়ে বেড়াতে যাচ্ছেন? ভাল করে গুছিয়ে নিন ব্যাগ, কী কী সঙ্গে নেবেন?
Sea Side Vacation: সমুদ্রের নোনা জলে ট্যান পড়ার সম্ভাবনা প্রবল। তাই সতর্ক থাকতে হবে। সি-সিয়াডে বেড়াতে গেলে অতি অবশ্যই সঙ্গে নিতে হবে সানস্ক্রিন। আপনার ত্বকের ধরন অনুসারে বেছে নিতে হবে সানস্ক্রিন।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
সমুদ্রের পাড়ে বেড়াতে যাচ্ছেন? তাহলে সবার আগে ভাল করে ব্যাগ গুছিয়ে নিন। ব্যাগে এবং সঙ্গে অতি অবশ্যই কী কী রাখবেন, সেদিকে নজর দেওয়া প্রয়োজন।
2/10
সমুদ্রের পাড়ে বেড়াতে যাবেন আর সমুদ্রে নেমে স্নান করবেন না, তা তো হয় না। অতএব সঙ্গে অতিরিক্ত পোশাক রাখুন। যে পোশাক পরে স্নান করবেন তা দ্রুত পাল্টে ফেলা প্রয়োজন। আর এমন পোশাক পরে সমুদ্রে স্নান করতে নামবেন যা সহজে শুকিয়ে যাবে এবং যে পোশাক আপনার কাছে আরামদায়ক।
3/10
স্নানের পর সবার আগে প্রয়োজন একটা তোয়ালে। তাই সমুদ্রে যাওয়ার আগে ব্যাগ গোছানোর সময় তোয়ালে নিতে কিন্তু ভুলবেন না। এছাড়াও আর কী কী নেওয়া প্রয়োজন চলুন দেখে নেওয়া যাক।
4/10
অনেকেই পরিবারের সঙ্গে সমুদ্রের পাড়ে বেড়াতে যান। সঙ্গে থাকে বাচ্চারাও। তাই সমুদ্রের পাড়ে বসে গল্প করতে চাইলে সঙ্গে রাখুন ম্যাট্রেস জাতীয় জিনিস। সরাসরি বালির উপরে না বসাই ভাল। সেনসিটিভ স্কিন থাকলে সমস্যায় পড়তে পারেন।
5/10
সমুদ্রের নোনা জলে ট্যান পড়ার সম্ভাবনা প্রবল। তাই সতর্ক থাকতে হবে। সি-সিয়াডে বেড়াতে গেলে অতি অবশ্যই সঙ্গে নিতে হবে সানস্ক্রিন। আপনার ত্বকের ধরন অনুসারে বেছে নিতে হবে সানস্ক্রিন।
6/10
এসপিএফের মাত্রা একটু বেশি থাকে এমন সানস্ক্রিন কেনাই ভাল। অয়েলি স্কিন হলে ব্যবহার করতে পারেন ওয়াটার বা জেল বেসড সানস্ক্রিন। বাচ্চাদের জন্যেও প্রয়োজন সানস্ক্রিন।
7/10
সমুদ্রের ধারে জল তেষ্টা বেশি পায়, এমনটাই মত অনেকেই। তাই পিপাসা পেলে যাতে পরিশুদ্ধ জল খেতে পারেন সেই জন্য অবশ্যই সঙ্গে রাখুন জলের বোতল।
8/10
যে ব্যাগে করে জিনিসপত্র সমুদ্রের পাড়ে নিয়ে যাবেন সেটি ওয়াটার প্রুফ হওয়া প্রয়োজন। অর্থাৎ ব্যাগ যাতে জলে ভিজে না যায় সেই রকম উপকরণ দিয়ে তৈরি ব্যাগ নেওয়া প্রয়োজন। কারণ জলে ব্যাগ ভিজলে ভিতরের জিনিস ভিজে নষ্ট হয়ে যেতে পারে।
9/10
সমুদ্রের ধারে বেড়াতে গেলে জুতোর ব্যাপারে সতর্ক থাকুন। ওয়াটার প্রুফ জুতো নেওয়া প্রয়োজন। সবচেয়ে ভাল হল বাঙালির হাওয়াই চপ্পল যার কেতাবি নাম ফ্লিপ-ফ্লপস। বালিতে হাঁটার জন্য এই জুতো আদর্শ। আর জলে ভিজলেও শুকিয়ে যাবে সহজে।
10/10
সমুদ্রের ধারে মূলত চড়া রোদ থাকে। তাই সঙ্গে সানগ্লাস, ছাতা, টুপি- এইসব রাখা দরকার। নাহলে রোদে কষ্ট পাবেন আপনি। এবার বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেই ফেলুন, আর গুছিয়ে নিন ব্যাগ।
Published at : 21 Aug 2023 11:24 PM (IST)