Travel Tips: হাতে কয়েকদিনের ছুটি, বেড়াতে যাওয়ার আগে খেয়াল রাখুন এই বিষয়গুলি
সপরিবার বেড়াতে (Travel with Family) যাচ্ছেন? সঙ্গে রয়েছে বাচ্চারাও? তাহলে বেড়াতে যাওয়ার আগে একটু পরিকল্পনা করে নেওয়া ভাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্বামী-স্ত্রী একসঙ্গে বসে ছক কষে নিন কী কী করবেন (Travel Tips) এবং সঙ্গে কী কী নেবেন। সবার আগে যেটা প্রয়োজন তা হল মরসুম অনুসারে জায়গা বেছে নেওয়া।
এক্ষেত্রে সতর্কবার্তা বর্ষার মরসুমে পাহাড়ি এলাকায় বেড়াতে না যাওয়াই মঙ্গলের। কারণ ধস নেমে রাস্তা আটকে বিপদে পড়তে পারেন।
তাই বেড়াতে যাওয়ার আগে ভালভাবে জায়গা বেছে নিতে হবে। এরপর আর কী কী করবেন, একনজরে দেখে নিন।
সময় হাতে নিয়ে হোটেল বুকিং করে রাখুন। রিফান্ড পাবেন এমন সুবিধা থাকলে খুবই ভাল। আগাম টাকা দেওয়ার ব্যাপারে ভাল করে জেনে বুঝে নিন।
এছাড়াও যে মাধ্যমে যাতায়াত করবেন ট্রেন বা বিমান, সেক্ষেত্রে একটু আগে থেকে টিকিট বুকিং করলে খরচ কম হবে। এক্ষেত্রেও রিফান্ডেবল টিকিট পাওয়া গেলে ভাল।
গাড়িতে করে বেড়াতে গেলে, নজর রাখুন পেট্রল, ডিজেলের দিকে। এছাড়াও গাড়ির হাল-হকিকতের পাশাপাশি রোড ট্রিপে একজন পাকা হাতের দক্ষ চালক থাকা খুবই প্রয়োজনীয়।
বাচ্চারা থাকলে শুকনো খাবার, জলের ব্যবস্থা, ওষুধের বন্দোবস্ত রাখা খুবই প্রয়োজনীয়। জল, খাবার, ওষুধের পাশাপাশি রাখতে পারেন একটু বেশি পোশাক।
ফোনের চার্জার এবং পাওয়ার ব্যাঙ্ক রাখুন সঙ্গে। গান শোনার শখ থাকলে যাত্রায় সঙ্গী হোক ইয়ারফোন। প্রয়োজনীয় ডকুমেন্ট অর্থাৎ নথিপত্র গুছিয়ে রাখুন এক জায়গায়। বিশেষ কোনও ডকুমেন্ট নিতে হলে সেটাও গুছিয়ে নিন।
একা বেড়াতে গেলে সঙ্গে নগদ টাকা রাখুন কিছুটা। সবটাই অনলাইন পেমেন্টের ভরসায় থাকবেন না। একা বেড়াতে গেলে খাওয়া-দাওয়ার ব্যাপারে সতর্ক থাকা প্রয়োজন। চেষ্টা করুন যাতে শরীর খারাপ না হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -