Healthy Tips Pics: রাতে খাবেন না কোন কোন খাবার? জেনে নিন
আমাদের স্বাস্থ্য কেমন থাকবে তা নির্ভর করে কেমন খাবার আমরা খাচ্ছি এবং কেমন পানীয় আমরা পান করছি তার উপর। সঠিক পদ্ধতিতে খাওয়া দাওয়া করলে আমরা এড়াতে পারি একাধিক রোগ। বিশেষত বেশ কিছু খাবার এড়িয়ে যাওয়া উচিত রাতে। রাতে সংশ্লিষ্ট খাবারগুলি হজম করা কঠিন। জেনে নিন সেই খাবারগুলি কী কী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্ন্যাকস- যে কোনও স্ন্যাকস বা চিপস জাতীয় জিনিস স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। বিশেষত রাতে এই খাবার খাওয়া উচিত না। প্রাথমিকভাবে রাতের ঘুমের উপর এর প্রভাব পড়বে।
পিজ্জা- পিজ্জা যত কম খাওয়া যায় ততই ভাল। রাতে একেবারেই খাওয়া ঠিক না। পিজ্জা হজম করাও কঠিন। অ্যাসিডিটি সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে পিজ্জা।
বার্গার- রাতে শোয়ার আগে বার্গার খাওয়ার ক্ষেত্রে না বলে দিন। বার্গারে যে চিজ এবং সস দেওয়া হয় তা থেকে স্বাভাবিক অ্যাসিড তৈরি হয়। অ্যাসিডিটি, বুকজ্বালা হতে পারে।
পাস্তা- পাস্তায় আছে অতিরিক্ত ক্যালোরি। পাস্তায় যে কার্বোহাইড্রেট আছে তা ফ্যাটে রূপান্তরিত হয়। রাতে পাস্তা খাওয়া হৃদযন্ত্র এবং হজমের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে।
মাংস- মাংস বিশেষত রেড মিট রাতে খাওয়া উচিত না। প্রোটিন এবং আয়রনের উৎস হিসেবে খুব ভাল। কিন্তু রাতে খাওয়া একেবারেই উচিত না।
ডার্ক চকোলেট- রাতে ডার্ক চকোলেট খাওয়াতে না বলুন। এতে থাকে অতিরিক্ত ক্যাফেন। রাতে ডার্ক চকোলেট খাওয়া ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।
সবজি- বিভিন্ন ধরনের শাক সবজি খাওয়া শরীরের পক্ষে উপকারী। কিন্তু রাতে তা না খাওয়াই ভাল। পাকস্থলী অনেক সময় ধরে এই খাবার থাকে এবং তা হজম করার গতি কমিয়ে দেয়। আপনার অ্যাসিডিটি বা হজমের সমস্যা থাকলে আরও এড়িয়ে যাওয়া ভাল। এই এড়িয়ে চলার তালিকায় আছে ব্রকোলি, বাঁধাকপির মতো সবজি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -