Benefit of moisturizer: শীতকালে কেন অবশ্যই ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন?
শীতকাল পড়তে না পড়তেই ত্বক শুষ্ক হওয়া শুরু হয়ে গিয়েছে। এই সময়ে আবহাওয়ার পরিবর্তনের কারণে ত্বকের আদ্রতা কমে যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশীতকালে ত্বকে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করা দরকার। যাঁদের শুষ্ক ত্বক, তাঁরা তো অবশ্যই। এছাড়াও যেকোনও ত্বকের মানুষদের শীতকালে ত্বকে ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি।
ময়শ্চারাইজার ত্বকের আদ্রতা বজায় রেখে ত্বক কোমল রাখতে সাহায্য করে।
এই সময়েও ত্বকে ব্রন কিংবা অ্যাকনের মতো সমস্যা দেখা দেয়। তাই শীতকালে ময়শ্চারাইজারের ব্যবহার ব্রন-অ্যাকনে দূর করে।
ময়শ্চারাইজার ত্বকের উপর একটি আস্তরণ তৈরি করে। যার ফলে সূর্যের অতিবেগুনি রশ্মির মতো বিভিন্ন ক্ষতিকর উপাদানের হাত থেকে ত্বককে রক্ষা করে ময়শঅচারাইজার।
ত্বকে মরা কোষ জমে থাকলে, তা ত্বকে আরো নিষ্প্রাণ করে তোলে। নিয়মিত ময়শঅচারাইজারের ব্যবহার ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে।
নিয়মিত ত্বকে ময়শ্চারাইজারের ব্যবহার ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে।
ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না ময়শ্চারাইজার।
যাঁদের শুষ্ক ত্বক, তাঁদের শীতকালে অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন।
শীতকালে ত্বক ফাটার সমস্যা রোধ করে ময়শ্চারাইজার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -