পেটের সমস্যার সমাধান থেকে চুলের যত্ন, পাতি লেবুর গুণাগুণে একাধিক মুশকিল আসান

পেটের সমস্যার সমাধান থেকে চুলের যত্ন, পাতি লেবুর গুণাগুণে একাধিক মুশকিল আসান

lemon

1/10
ডিহাইড্রেশনের ক্ষেত্রে লেবু উপকারী, এক গ্লাস হালকা গরম জলে অর্ধেক লেবু ছেঁকে, এক চতুর্থাংশ চা চামচ লবণ এবং সামান্য ভাজা জিরার গুঁড়ো যোগ করুন। এটি দিনে দুই থেকে তিনবার পান করতে করলে শরীরে জল ও পুষ্টির অভাব দূর হবে।
2/10
এক গ্লাস হালকা গরম জলতে দুই চামচ লেবুর রস এবং এক চামচ মধু মিশিয়ে পান করলে ফ্যাট কমে।
3/10
অর্ধেক লেবুতে নুন দিয়ে খেলে হজমশক্তি ভালো হয় এবং খিদে বাড়াতে সাহায্য করে।
4/10
লেবুর রস কুসুম গরম জল দিয়ে খেতে পারেন। এটি পেট ব্যাথা নিরাময়ে সাহায্য করে।
5/10
খাবার খাওয়ার পর বমি বমি ভাব ও বমির সমস্যা হলে তাজা লেবুর রস খান। এক থেকে দুই চামচ রস পান করাই যথেষ্ট
6/10
লেবু পাতা পিষে এর রস খেলে পেটের কৃমি সম্পূর্ণরূপে পরিষ্কার হয়ে যায়। পাশাপাশি এক চা চামচ লেবু বিশেষ করে লেবুর রস দিনে ৩ থেকে ৪ বার খান। এটি ডায়রিয়া সমস্যা কমাতে সহায়তা করে।
7/10
ক্ষত স্থানে কিছুটা লেবুর রস প্রয়োগ করলে, সহজে সেরে যাবে ক্ষত
8/10
চুলে খুশকির সমস্যা থাকলেও লেবু ব্যবহার করতে পারেন। একটি পাত্রে পাতিলেবুর রস করে সেটিকে চুলের গোড়ায় দিয়ে রাখতে পারেন। অথবা, পাতিলেবু ঘসে ঘসে চুলের গোড়ায় রস প্রয়োগ করলে আপনার চুল যেমন ভাল হয় এবং পাশাপাশি খুশকির সমস্যাও কমে।
9/10
চুলে খুশকির সমস্যা থাকলেও লেবু ব্যবহার করতে পারেন। একটি পাত্রে পাতিলেবুর রস করে সেটিকে চুলের গোড়ায় দিয়ে রাখতে পারেন। অথবা, পাতিলেবু ঘসে ঘসে চুলের গোড়ায় রস প্রয়োগ করলে আপনার চুল যেমন ভাল হয় এবং পাশাপাশি খুশকির সমস্যাও কমে।
10/10
ত্বকের যত্ন নিতেও ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস ব্যবহার করতে পারেন। এতে উপকার মিলবে।
Sponsored Links by Taboola