Lifestyle Tips: বরফের 'সৌন্দর্য-রহস্য'? দেখুন ছবি

Benefits Of Using Ice: ব্যথা কমানো থেকে খাবার টাটকা রাখা, নানা কাজে বরফের ব্যবহার। কিন্তু ত্বকের পরিচর্যায়ও যে এটি দারুণ কাজ দিতে পারে সেটি হয়তো আমাদের অনেকের জানা নেই।

ত্বকে বরফ প্রয়োগের উপকার কত? জানতে পড়ুন

1/10
ব্যথা কমানো থেকে খাবার টাটকা রাখা, নানা কাজে বরফের ব্যবহার। কিন্তু ত্বকের পরিচর্যায়ও যে এটি দারুণ কাজ দিতে পারে সেটি হয়তো আমাদের অনেকের জানা নেই।
2/10
ব্রণ-র সমস্যা কমাতে বরফ দারুণ কার্যকরী। ত্বকে কিছু ক্ষণ বরফ ব্যবহার করলে স্কিন-পোরস সঙ্কুচিত হয়ে আসে, অতিরিক্ত তেল নিঃসরণ কমে। ফল? ব্রণ-র সমস্যা নিয়ন্ত্রণ।
3/10
একই ভাবে কমতে পারে পিম্পল এবং ব্ল্যাকহেডসের সমস্যাও।
4/10
যদি সানবার্নের কারণে ত্বকে লালচে ভাব এসে থাকে, বরফ সেটি কমাতেও দারুণ উপকারী।
5/10
প্রদাহ নিয়ন্ত্রণে আনতেও কাজে দেয় এটি।
6/10
'কোল্ড ট্রিটমেন্ট' রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে ত্বকের টক্সিন বেরিয়ে যেতে সাহায্য করে। স্কিনের গ্লো বাড়ে।
7/10
বরফ ব্যবহারের আরও একটি উপকারিতা হল এর ফলে মেক আপ ত্বকের গভীরে ঢুকতে পারে না।
8/10
বরফ ব্যবহার করলে স্কিন-পোরস ছোট হয়ে আসে। ফলে মেক আপ ত্বকের গভীরে ঢোকা কঠিন হয়ে দাঁড়ায়।
9/10
কোথাও ফোলা ভাব থাকলে সেটাও কমাতে বরফের জুরি মেলা ভার।
10/10
'লিমফ্যাটিক সিস্টেম'-এ অতিরিক্ত ফ্লুইড জমে থাকলে তাকে বের করতে সাহায্য করে বরফ। ফলে ফোলা ভাব কমে যায়।
Sponsored Links by Taboola