Bollywood Actress Marriage:বলিউডের এই অভিনেত্রীরা অল্প বয়সেই বিয়ে করে নিয়েছিলেন
করিশ্মা ও করিনা কপূরের মা ববিতা মাত্র ২৩ বছর বয়সেই রণধীর কপূরকে বিয়ে করেছিলেন। রণধীর ও ববিতা একে অপরের ছোটবেলার বন্ধু। বড় হলে সেই সম্পর্ক প্রেমের সম্পর্কে পরিণত হয়। কল আজ অউর কল সিনেমায় তাঁদের কেমিস্ট্রি দর্শকদের বেশ পছন্দ হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিব্যা ভারতীর বয়স যখন মাত্র ১৮, তখন তিনি চলচ্চিত্র নির্মাতা-পরিচালক সাজিদ নাদিয়াদওয়ালাকে বিয়ে করেছিলেন। একেবারে অল্প বয়সে বিয়ে করে আলোচনার কেন্দ্রে চলে এসেছিলেন দিব্যা। এরপর আচমকাই রহস্যজনকভাবে মৃত্যু হয় দিব্যার। তিনি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন বলে অনুমান। বি-টাউনে যে মৃত্যুগুলি নিয়ে রহস্য রয়ে গিয়েছে, তার মধ্যে একটি হল দিব্যার মৃত্যু।
বলিউডের ঝলমলে অভিনেত্রীদের মধ্যে অন্যতম নীতু সিংহ। তিনি বলিউড অভিনেতা ঋষি কপূরকে মাত্র ২১ বছর বয়সে বিয়ে করেছিলেন।মাত্র ১৪ বছর বয়স থেকেই ঋষির সঙ্গে ডেট শুরু করেছিলেন নীতু। ওই সময় তিনি ছিলেন বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী।
ভাগ্যশ্রী মাত্র ২১ বছর বয়সে হিমালয় দসানিকে বিয়ে করেছিলেন। স্কুলে পড়ার সময় থেকেই একে অপরের প্রেমে পড়ে গিয়েছিলেন হিমালয় ও ভাগ্যশ্রী। স্কুলের এক সফরের সময় হিমালয় ভাগ্যশ্রীকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। এখন তাঁরা দুই সন্তানের বাবা-মা।
রাজেশ খন্নার সঙ্গে বিয়ের সময় ডিম্পল কাপাডিয়ার বয়স ছিল মাত্র ১৬। ১৯৭৩-এ তাঁর বিয়ে হয়। রাজেশ খন্নার জীবনের শেষ দিনগুলিতে ডিম্পল সর্বদা তাঁর সঙ্গে ছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -