Diwali 2021: বাজি ফাটানোর সময় কী কী করবেন, কী কী করবেন না?
উৎসবে আনন্দের মাত্রা আরও বাড়াতে বাজি ফাটানোর রেওয়াজ অনেক পুরনো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু উৎসবের আনন্দই বিপদ ডেকে আনতে পারে। অনেকে অসতর্কতাবশত বিপদ ডেকে এনেছেন অতীতে।
তাই আনন্দের মরসুমে বাজি পোড়ানোর সময় সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
যেমন পকেটে বাজি ও দেশলাই একসঙ্গে কখনই রাখবেন না। ফাটানো বাজি গুলি যেখানে সেখানে ফেলবেন না।
হাতে নিয়ে বাজি ফাটানোর চেষ্টা করবেন না।
একবারের চেষ্টায় কোন বাজি না ফাটলে বা কোন ড্যাম বাজি থাকলে সেইগুলিকে পা দিয়ে সরাবেন না।
সিন্থেটিক বা বড় কোন জামা কাপড় পরবেন না। কারণ এতে আগুন লাগার সম্ভাবনা বেশি থাকে।
বিপদের কথা মাথায় রেখে বাজি যেখানে ফাটাবেন সেখানে এক বালতি জল ও একটি কম্বল রাখবেন।
খোলা আকাশের নিচে বা বাড়ির ছাদে বাজি ফাটান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -