Diwali 2021: বাজি ফাটানোর সময় কী কী করবেন, কী কী করবেন না?
fire_crackers
1/9
উৎসবে আনন্দের মাত্রা আরও বাড়াতে বাজি ফাটানোর রেওয়াজ অনেক পুরনো।
2/9
কিন্তু উৎসবের আনন্দই বিপদ ডেকে আনতে পারে। অনেকে অসতর্কতাবশত বিপদ ডেকে এনেছেন অতীতে।
3/9
তাই আনন্দের মরসুমে বাজি পোড়ানোর সময় সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
4/9
যেমন পকেটে বাজি ও দেশলাই একসঙ্গে কখনই রাখবেন না। ফাটানো বাজি গুলি যেখানে সেখানে ফেলবেন না।
5/9
হাতে নিয়ে বাজি ফাটানোর চেষ্টা করবেন না।
6/9
একবারের চেষ্টায় কোন বাজি না ফাটলে বা কোন ড্যাম বাজি থাকলে সেইগুলিকে পা দিয়ে সরাবেন না।
7/9
সিন্থেটিক বা বড় কোন জামা কাপড় পরবেন না। কারণ এতে আগুন লাগার সম্ভাবনা বেশি থাকে।
8/9
বিপদের কথা মাথায় রেখে বাজি যেখানে ফাটাবেন সেখানে এক বালতি জল ও একটি কম্বল রাখবেন।
9/9
খোলা আকাশের নিচে বা বাড়ির ছাদে বাজি ফাটান।
Published at : 04 Nov 2021 04:38 PM (IST)