Feng Shui Tips: ফেংশুই মতে এ বছর বাড়ির কোন অংশ শুভ? কোন দিক এড়িয়ে চলা উচিত?
শুধু চিনের নাগরিকরাই নন, অন্য দেশের নাগরিকরাও ফেংশুই মেনে চলেন। বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি নিয়ে আসার জন্য ফেংশুইয়ের বিশেষ ভূমিকা আছে বলে বিশ্বাস করেন বহু মানুষ। তাঁরা সেই অনুযায়ী বাড়ি সাজান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appফেংশুই বিশেষজ্ঞদের মতে, নতুন চিনা বছরে উত্তর-পূর্ব কোণ, উত্তর কোণ, উত্তর-পশ্চিম কোণ, দক্ষিণ কোণ, দক্ষিণ-পূর্ব কোণে বেশি সময় কাটানো উচিত। এড়িয়ে চলা উচিত মাঝখান, দক্ষিণ-পশ্চিম কোণ, পূর্ব কোণ ও পশ্চিম কোণ।
ফেংশুই বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, বসন্তের শুরুতে বাড়ির সব পাখা চালিয়ে রাখলে এবং আলো জ্বালিয়ে রাখলে পজিটিভ এনার্জি পাওয়া যাবে।
চিনা নতুন বর্ষ অনুযায়ী, এবার সম্পদের জন্য উত্তর-পূর্ব কোণ বিশেষ গুরুত্বপূর্ণ। সেই কারণে যত বেশিক্ষণ সম্ভব উত্তর-পূর্ব কোণে কাটানোর চেষ্টা করা উচিত। পাখা বা ঘড়ির মাধ্যমে উত্তর-পূর্ব কোণ থেকে ঘরের সর্বত্র পজিটিভ এনার্জি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা উচিত।
এ বছরে উত্তর দিকটিও বিশেষ গুরুত্বপূর্ণ। সম্পদ, প্রেম, চাকরি বা ব্যবসায় উন্নতির জন্য উত্তর দিকে যত বেশি সম্ভব সময় কাটানোর চেষ্টা করা উচিত। উত্তর দিকে জলের কোনও একটি ব্যবস্থা রাখা উচিত। তাতে উন্নতি হবে।
ফেংশুই বিশেষজ্ঞদের মতে, উত্তর-পশ্চিম দিকে ক্রিস্টাল বল বা প্রাচীন মুদ্রা রাখতে পারলে অর্থ সমাগম হবে। কোনও বিনিয়োগ, লটারি বা চাকরির মাধ্যমে আর্থিক লাভ হতে পারে। যাঁরা লটারি থেকে অর্থ পেতে চান, তাঁদের বাড়ির উত্তর-পশ্চিম কোণে যত বেশি সম্ভব সময় কাটানো উচিত।
জন্ম, বিয়ের ক্ষেত্রে এ বছর দক্ষিণ দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে ফেংশুই বিশেষজ্ঞদের মতে, বাড়ির দক্ষিণ দিকে ৯টি গাছ রাখলে অনেক বেশি খুশির মুহূর্ত পাওয়া যাবে। এর পাশাপাশি লাল কার্পেট ও আলো রাখলেও উপকার পাওয়া যাবে।
এ বছর পড়ুয়াদের জন্য দক্ষিণ-পূর্ব কোণটি বিশেষ গুরুত্বপূর্ণ। পরীক্ষায় ভাল ফলের জন্য বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে চারটি ক্যালিগ্রাফি ব্রাশ বা প্যাগোডার ক্ষুদ্র সংস্করণ রাখা উচিত। তাতে উপকার পাওয়া যাবে।
এ বছর বাড়ির মাঝখানটি একেবারেই শুভ নয়। তাই বাড়ির মাঝখানটি এড়িয়ে চলা উচিত। বাড়ির মাঝখানে কোনও বদল আনার কথাও ভাববেন না। তাতে কাজকর্মে নানা বাধা আসতে পারে, দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।
দক্ষিণ-পশ্চিম কোণটিও এ বছর একেবারেই শুভ নয়। এর প্রভাবে অসুস্থতা, আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই বাড়ির এই অংশটি এড়িয়ে চলা উচিত। দক্ষিণ-পশ্চিম কোণের কোনও দেওয়াল ভাঙা উচিত নয়, কোনওরকম সংস্কারও করা উচিত নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -