Monsoon Health Tips: ভিজে চুল, ভেজা জামা, বর্ষা মানেই হাজার রোগ, কী করবেন, কী করবেন না

Health Tips: বর্ষায় সুস্থ থাকতে যা যা করবেন এবং যা যা করবেন না। ছবি: পিক্সাবে।

ছবি: পিক্সাবে।

1/12
সকাল বিকেল টাপুর টুপুর জলের ফোঁটা ঝরছেই। বর্ষায় তাই জানলার কাছে ঘোরাঘুরি বেড়ে যায় হঠাৎ করে। একছুটে ছাদে গিয়ে ভিজতে ইচ্ছে করে।
2/12
বাঙালির আবার বর্ষা নিয়ে বাড়তি আবেগ। কতশত কবিতাই না লিখে গিয়েছেন কবিরা। তাই বর্ষায় প্রেম প্রেম ভাবও বেড়ে যায় আচমকা।
3/12
তার উপর বলিউডে বর্ষায় নিয়ে ভূরি ভূরি ছবি, গান। তাই মন আনচান করাই স্বাভাবিক। কিন্তু বর্ষা নিয়ে যতই রোম্যান্টিক হোন না কেন, এই ঋতুতেই অসুস্থতার হার বেড়ে যায় একধাক্কায়।
4/12
এমনিতেই কোভিড, ভাইরালে কাবু হচ্ছেন অনেকে। তাই বর্ষায় সুস্থ থাকা আরও প্রয়োজন। নইলে একবার অসুস্থ হলে কাজকর্ম সব চৌপাট। তাই এই বর্ষায় কী করবে, কী করবেন না, জেনে নিন।
5/12
বর্ষাকালে আপনা থেকেই জলপানে ছেদ পড়ে। তবে বর্ষায় জলপানে সতর্ক হওয়া প্রয়োজন। গরম জল পান করুন। ফিল্টারের জলই রাখুন বাড়িতে।
6/12
বর্ষায় বাজার থেকে শাক-সবজি কিনে এনে ভাল করে ধুয়ে নিন ভাল করে। ভেজটেবল ওয়াশ পাওয়া যায় বাজারে। তা ব্যবহার করতে পারেন।
7/12
কোল্ড ড্রিঙ্ক, কোল্ড কফি এবং ঠান্ডা পানীয় গলায় ঢালার আগে দু’বার ভাবুন। ঠান্ডা লেগে যেতে পারে যখন তখন।
8/12
সহজপাচ্য খাবার খান। খিচুড়ি খেতে পারেন। তবে যে খাবারই খান, গরম থাকতে খাওয়ার চেষ্টার করুন। ভিটামিন সি যুক্ত খাবার বেশি খান।
9/12
বর্ষায় কাঁচা সবজি বা কাঁচা খাবার না খাওয়াই শ্রেয়। একে ভিতর থেকেও স্যাঁতস্যাঁতে বোধ হয়। তাতে ভাইরালে কাবু হয়ে পড়েন অনেকে।
10/12
বাইরে না খেয়ে বাড়ির খাবার খাওয়ার চেষ্টা করুন। কারণ কোথায় কী জল ব্যবহার করা হয়, সবকিছু ভাল ভাবে ধোওয়া হয় কিনা, তাতে সন্দেহ থাকেই।
11/12
স্নান করার পর বেশি ক্ষণ ভিজে চুলে থাকবেন না। সঙ্গে সঙ্গে ড্রায়ার দিয়ে শুকিয়ে ফেলুন। পা ভেজাবেন না ঘন ঘন।
12/12
বাড়িতে জল জমতে দেবেন না। মশার উপদ্রব তো বাড়বেই, তা থেকে হতে পারে ডেঙ্গি, ম্যালেরিয়াও।
Sponsored Links by Taboola