Work Out Session: শরীরচর্চার আগে যে খাবারগুলি এড়িয়ে চলা উচিত
এমন কিছু খাবার রয়েছে, যেগুলি সাধারণত খুবই স্বাস্থ্যকর হিসেবেই গন্য করা হয়। কিন্তু ব্যায়ামের আগে এগুলি খেলে সমস্যা হতে পারে। এতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আর সেজন্য ঠিকমতো ব্যায়াম করতে অসুবিধা হয়। দুধ, ঘি,দই সহ দুগ্ধজাত খাদ্য ও সব্জি ছাড়াও আরও কিছু খাবার এই তালিকায় রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই তালিকার প্রথমেই আসে ফাইবার যুক্ত খাবার। ফাইবার আমাদের শরীরে জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু শরীরচর্চার আগে এ ধরনের খাবার এড়িয়ে চলা উচিত। কারণ, এর হজমের জন্য সময় লাগে।এমন খাবার ব্যায়ামের আগে খেলে ব্যায়ামের সময় গ্যাস, বমি বমি ভাব ও পেটে টান ধরার মতো সমস্যা দেখা দিতে পারে।
দুধ, ঘি, চিজ ও পনিরের মতো দুগ্ধজাত খাবার শরীরচর্চার পরেই খাওয়া উচিত। এতে থাকা ফ্যাট শরীরে আলস্য এনে দিতে পারে। ব্যায়ামের সময় পেটে অ্যাসিড বেড়ে যেতে পারে।
স্বাস্থ্যকর ফ্যাট শরীরের জন্য খুবই ভালো। কিন্তু শরীরচর্চার আগে আগে এই ফ্যাট-যুক্ত খাবার খাওয়া ঠিক নয়। শুকনো ফল এরই অঙ্গ। তা হজম প্রক্রিয়াকে শ্লথ করে দেয়। শরীরচর্চার আগে এটা জরুরি যে, যাই কিছু খাওয়া হোক না কেন, তা যেন হজম হয়ে যায়।
তৃষ্ণা মেটাতে কার্বোনেটেড বা ফ্রিজি ড্রিঙ্কের মতো কোনও প্রকার সোডা বা কোল্ডড্রিঙ্কস ইত্যাদি এড়িয়ে চলা উচিত। এগুলি এমনিতেই সুখাদ্য বলে মনে করা হয় না। আর শরীরচর্চার আগে গ্যাস বা অ্যাসিটিডির মতো সমস্যা দেখা দিতে পারে।
মশলাদার ও ঝালযুক্ত, ভাজাভুজি খাবার থেকে বদহজম ও অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে। শরীরচর্চার আহে তেলেভাজা খাবার খেলে অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে।
রিফাইন্ড চিনি বা এর থেকে তৈরি ভোজ্য খাবার ব্যায়ামের আগে খাওয়া ঠিক নয়। এতে ক্লান্তি ও আলস্য দেখা দিতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -