Benefits of Avocado: হাড় থেকে হৃদযন্ত্র, নানা সমস্যার সমাধান রয়েছে অ্যাভোকাডোতে
ফাইল ছবি
1/10
অ্যাভোকাডো-তে রয়েছে ভিটামিন সি, ই এবং কে। একইসঙ্গে রয়েছে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম। অ্যাভোকাডো-তে থাকা বিটা ক্যারোটিন এবং ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড যা শরীরকে পুষ্টি জোগায়।
2/10
প্রতি ১০০ গ্রাম অ্যাভোকাডোতে ৭৬ মিলিগ্রাম বিটা সিটোস্টেরল নামক প্রাকৃতিক স্টেরল রয়েছে।
3/10
নিয়মিতভাবে বিটা সিটোস্টেরল এবং অন্যান্য উদ্ভিদ্জ স্টেরল খাওয়া স্বাস্থ্যকর। যা কোলেস্টেরলের মাত্রা বজায় রাখতে সাহায্য করতে পারে।
4/10
অ্যাভোকাডোতে লুটেইন এবং জেক্সানথিন রয়েছে। চোখের টিস্যুতে উপস্থিত দুটি ফাইটোকেমিক্যাল অতিবেগুনি রশ্মির থেকে চোখতে সুরক্ষিত রাখে।
5/10
অর্ধেক অ্যাভোকাডো-তে রয়েছে ১৮ শতাংশ ভিটামিন-কে-র উৎস। যা হাড়ের পক্ষে উপকারী।
6/10
গর্ভবতী মায়ের স্বাস্থ্যের জন্যও উপকারী অ্যাভোকাডো। প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে খাওয়া যায় এই ফল।
7/10
অ্যাভোকাডো এমন এক ফল যা নির্দিষ্ট পরিমাণে খেলে ডিপ্রেশন থেকে মুক্তি মিলতে পারে।
8/10
অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে, হজম ক্ষমতা বজায় রাখতে এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।
9/10
অ্যাভোকাডো, সয়া এবং অন্যান্য কিছু উদ্ভিদের খাবারে স্যাপোনিন থাকে। যা হাঁটু এবং অস্টিওআর্থারাইটিসের ব্যথা নিয়ন্ত্রণ করতে পারে।
10/10
অ্যাভোকাডোতে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কার্ডিওভাসকুলার রোগ প্রতিরোধে সাহায্য় করতে পারে।
Published at : 26 Oct 2021 03:15 PM (IST)