Cold Facials: সান বার্ন থেকে অ্যাকনের সমস্যা দূর করুন বরফের টুকরো দিয়ে
ত্বকের পরিচর্যায় দারুণ কাজ করে শুধুমাত্র এক টুকরো বরফ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রয়োজনে এক টুকরো কিংবা দু থেকে তিন টুকরো বরফ পাতলা সুতির কাপড়ে মুড়ে নিন।
এবার সেই কাপড়ে মোড়া বরফের টুকরো ২ থেকে ৩ মিনিট মুখের ত্বকে হালকাভাবে ঘষতে হবে।
ফোলা চোখের সমস্যা থেকে অ্যাকনে কিংবা সান বার্ন। কী কী উপায়ে ব্যবহার করবেন বরফ?
গ্রিন টি তৈরি করে তা বরফের ট্রে-তে রেখে আইস কিউব তৈরি করে নিন। এবার সেই বরফের টুকরো মুখে ব্যবহার করুন।
অ্যালোভেরার জেলও আইস ট্রে-তে রেখে জমিয়ে নিয়ে মুখের ত্বকে ব্যবহার করতে পারেন।
ত্বকে বরফ ব্যবহার করার আগে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে।
ত্বক বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উজ্জ্বল ত্বক পেতে দারুণ কাজ করে আইস ফেসিয়াল।
সান বার্ন হলে ক্ষতিগ্রস্থ জায়গায় বরফের টুকরো ব্যবহার করতে বলছেন তাঁরা।
ব্রন কিংবা অ্যাকনের সমস্যাতেও দারুণ কার্জকরী আইস ফেসিয়াল
- - - - - - - - - Advertisement - - - - - - - - -