Easy Breakfast Recipes: ব্রেকফাস্টে আটার দোসা, সহজ রেসিপি

ছবি: পিক্সাবে।

1/10
ব্যস্ততায় সারা দিন খাওয়া হোক বা না হোক, সকালের খাবার নিয়ে অবহেলা করা উচিত নয় বলে মনে করেন চিকিৎসকেরা।
2/10
কিন্তু সকাল সকাল ভরপেট খাওয়ায় অনেকেরই অরুচি। কেউ কেউ আবার সাত সকালে মুখে কিছু দেওয়ার চেয়ে, বেলার দিকে টুকটাক খাওয়ার পক্ষপাতী।
3/10
কিন্তু পেট ভার হয়েও থাকবে না, আবার অস্বস্তি বোধও হবে না শরীরে, আটা দিয়ে তৈরি দোসা নিশ্চিন্তে রাখতে পারেন ব্রেকফাস্টে।
4/10
উপকরণ: আধ কাপ আটা, আধ কাপ চালের গুঁড়ো, লবণ স্বাদমতো, দু’টি কাঁচা লঙ্কা, আধ চামচ গোটা জিরে, কারিপাতা ৫-৬টি।
5/10
প্রক্রিয়া: প্রথমে একটি পাত্রে আটা, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, কারি পাতা এবং জিরে ঢেলে একসঙ্গে মিশিয়ে নিন।
6/10
এ বার আস্তে আস্তে জল ঢালতে শুরু করুন। চামচ দিয়ে নেড়ে তৈরি করে নিন ব্যাটার। আটা বা চালের গুঁড়ো যাতে দলা পাকিয়ে না থাকে, তাই চেপে চেপে হাত চালান।
7/10
ব্যাটার তৈরি হয়ে গেলে গ্যাস অন করে চাটু বা প্যান রাখুন। তাতে ঘি বা তেল লাগিয়ে নিন। এ বার হাতা ভর্তি ব্যাটার নিয়ে ঢেলে দিন তার উপর।
8/10
দেরি না করে সঙ্গে সঙ্গে ব্যাটার চারিয়ে দিন চাটুর উপর। কিছু ক্ষণ রেখে উল্টে দিন দোসা। অন্য দিকটি হালকা বাদামি রং হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
9/10
অনেকে পাঁপড়ের মোত কুকুরে দোসা খেতে পছন্দ করেন। সে ক্ষেত্রে চাটুতে বেশি ক্ষণ রাখতে হবে দোসা। বাদামি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
10/10
চাটনি বা সাম্বার তো বটেই, শুধুও খেতে পারেন দোসা। আগের দিনের আলুসেদ্ধ থাকলে ভিতরে পুর হিসেবে দিতে পারেন অথবা দোসা ভেঙে তা দিয়ে খেতে পারেন।
Sponsored Links by Taboola