Herbal Tea Benefits: প্রায়ই মাথা ধরে? ভেষজ চায়ে চুমুক দেবেন নাকি?
Benefits Of Herbal Tea: খুদে থেকে বৃদ্ধ, চা প্রেমে মজেননি এমন মানুষ অন্তত এ দেশে কমই রয়েছেন। এবার ধরুন, যদি আপনার ভালবাসার পানীয় হওয়ার পাশাপাশি মাথাব্যথার মোক্ষম টোটকা হয়ে ওঠে ওই চা-ই, তা হলে?
প্রায়ই মাথা ধরে? ভেষজ চায়ে চুমুক দেবেন নাকি?
1/8
খুদে থেকে বৃদ্ধ, চা প্রেমে মজেননি এমন মানুষ অন্তত এ দেশে কমই রয়েছেন। বিশেষত বাঙালির চা-প্রেম তো বিশ্বখ্যাত। (সব ছবি প্রতীকী)
2/8
এবার ধরুন, যদি আপনার ভালবাসার পানীয় হওয়ার পাশাপাশি মাথাব্যথার মোক্ষম টোটকা হয়ে ওঠে ওই চা-ই, তা হলে?
3/8
বিশেষজ্ঞদের অনেকে মনে করেন, বিভিন্ন ধরনের হার্বাল টি বা ভেষজ চা ক্রনিক হেডেক কমাতে দারুণ কাজে দেয়।
4/8
যেমন ধরুন আদা চা। ক্রনিক হেডেক কমাতে অনেকের ক্ষেত্রেই দারুণ উপকারী। পাশাপাশি, প্রদাহ কমায়।
5/8
একই সঙ্গে হজম শক্তি বাড়াতেও দারুণ কাজে দেয় আদা চা। তার পর তুলসি দেওয়া চা। নিয়মিত মাথাব্যথার সমস্যা কমাতে এটিও দারুণ উপকারী।
6/8
এবার আসা যাক ল্যাভেন্ডার টি-তে। এটি ঘুমে সাহায্য করে, সম্পূর্ণ শারীরিক বিশ্রামেও কাজে দেয়। ফল? মাইগ্রেনের মতো সমস্যা মোকাবিলায় ভাল অস্ত্র।
7/8
আর আছে পুদিনা চা। গ্যাসট্রিকের সমস্যা, স্ট্রেস, এবং উদ্বেগ কমায়। মাথাব্যথা উপশমেও কাজে দিতে পারে, বলছেন অনেকে।
8/8
মোটের উপর ভেষজ চায়ের গুণাগুন নিয়ে আশাবাদী বিশেষজ্ঞদের অনেকেই। তবে মাথাব্যথা দীর্ঘ দিন স্থায়ী হলে ঘরোয়া টোটকায় ভরসা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয়, সংযোজন তাঁদের।
Published at : 14 Aug 2022 06:40 PM (IST)