Lifestyle:কোলেস্টেরল নিয়ন্ত্রণে এগুলি করছেন তো?
Cholesterol Control:লো ডেনসিটি লাইপোপ্রোটিন বা এলডিএল। শব্দবন্ধটি চেনা তো? চলতি ভাষায় এই সেই খলনায়ক যা বাড়লে শিরা ও ধমনীতে কোলেস্টেরল জমার আশঙ্কা বাড়ে। এই এলডিএল নিয়ন্ত্রণে কী করবেন?
কোলেস্টেরল নিয়ন্ত্রণে এগুলি করছেন তো?
1/9
'লো ডেনসিটি লাইপোপ্রোটিন' বা এলডিএল। শব্দবন্ধটি চেনা তো? চলতি ভাষায় এই সেই 'খলনায়ক' যা বাড়লে শিরা ও ধমনীতে কোলেস্টেরল জমার আশঙ্কা বাড়ে। প্রশ্ন হল, এই কোলেস্টেরলের মাত্রা কী ভাবে নিয়ন্ত্রণ করা যায়?
2/9
প্রয়োজনে ওষুধ তো খেতেই হবে। পাশাপাশি জীবনশৈলিতে বদল অত্যন্ত জরুরি। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার এক্ষেত্রে অত্যন্ত জরুরি। সোজা কথায়, খাবারের মধ্যে স্যামন, টুনা, ম্যাকেরেল জাতীয় মাছ রাখা দরকার।
3/9
মনোস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবারগুলিও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে দারুণ কাজে দেয়।
4/9
এই ধরনের খাবারের মধ্যে থাকবে অ্যাভোক্যাডো, অলিভ অয়েল, ক্যানোলা অয়েল, নাট বাটার থাকতে পারে।
5/9
কাজুবাদাম, পিকান ইত্যাদির মধ্যেও যথেষ্ট পরিমাণ মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে। এগুলি এলডিএল কমিয়ে এইডিএল বাড়াতে সাহায্য করে, উঠে এসেছে একাধিক গবেষণায়।
6/9
এলডিএল নিয়ন্ত্রণে রাখতে হলে কিছু খাবার একেবারে ছেড়ে দেওয়াই ভাল। যেমন ধরুন, যে সব খাবারে ট্রান্স ফ্যাট রয়েছে, সেগুলি বন্ধ করে দিতে পরামর্শ দেন ডাক্তাররা।
7/9
ফ্রায়েড ফাস্ট ফুড, পেস্ট্রিজ, বেকিং করে তৈরি অন্য কোনও ধরনের খাবার, মার্জারিন ইত্যাদি অবশ্যই থাকবে এই 'না'-এর তালিকায়।
8/9
পিৎজা, মাইক্রোওয়েভে তৈরি হয় এমন পপকর্নও ক্ষতিকর হতে পারে। কাজেই সেগুলিও বাদের তালিকায় রাখা জরুরি।
9/9
সহজে দ্রবীভূত হতে পারে এমন ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া দরকার। সঙ্গে প্রয়োজন এক্সারসাইজ। কিন্তু এগুলির কোনওটিই ডাক্তারি পরামর্শের বিকল্প নয়। সবটাই করা যেতে পারে ডাক্তারের কথা মেনে।
Published at : 25 Aug 2023 03:03 PM (IST)