Lifestyle Tips: 'রোড ট্রিপ'-এ যাচ্ছেন? মাথায় রাখুন এগুলি
'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবিটির কথা মনে পড়ে? সেখানে তিন বন্ধুর গল্পের অনেকটা জুড়ে ছিল রোড ট্রিপ। এমন একটা ট্রিপে আপনারও বেরিয়ে পড়তে ইচ্ছে করে তো?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবেরিয়ে পড়া যেতেই পারে। তবে তার আগে কিছু দরকারি বিষয় খেয়াল করা দরকার। প্রথমত, গাড়ির হাল।
আপনি যদি নিজের গাড়ি করে রোড ট্রিপ করেন, তা হলে আগে ভাল করে গাড়ির 'স্বাস্থ্য পরীক্ষা' করিয়ে নিন। ফিট সার্টিফিকেট পেলে তবেই বেরোবেন।
কোন পথে যাচ্ছেন, সেই অনুযায়ী গাড়িকেও কিন্তু সাজাতে হবে। সঙ্গে আবহাওয়ার ব্যাপারটাও মাথায় রাখা দরকার।
লাইসেন্স, ইনশিউরেন্সের কাগজ ও পরিচয়পত্র অবশ্যই সঙ্গে নিয়ে বেরোবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিগুলি যেন হাতের কাছে থাকে।
যে পথে আপনার যাওয়ার কথা, তার হাল-হকিকত সম্পর্কে লাগাতার খোঁজখবর রাখুন। কোনও বিপর্যয় বা অবরোধ হলে আগেই অন্য রুট খুঁজে নিতে পারবেন।
'রোড ট্রিপ'-এর ক্ষেত্রে কোনও সমস্যা হলে অবশ্যই স্থানীয়দের সাহায্য নিন। ওঁদের থেকে ভাল পরামর্শ আপনাকে ইন্টারনেট দিতে পারবে না।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, খাবার ও কিছু ওষুধপত্র সঙ্গে রাখুন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মধ্যেও খিদে পাবে। তখন যেন বিপদে না পড়তে হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -