Lifestyle Tips: 'রোড ট্রিপ'-এ যাচ্ছেন? মাথায় রাখুন এগুলি
Plan For A Road Trip:জিন্দেগি না মিলেগি দোবারা ছবিটির কথা মনে পড়ে? সেখানে তিন বন্ধুর গল্পের অনেকটা জুড়ে ছিল রোড ট্রিপ। এমন একটা ট্রিপে আপনারও বেরিয়ে পড়তে ইচ্ছে করে তো?
'রোড ট্রিপ'-র জন্য কয়েকটি জিনিস অবশ্য়ই খেয়াল রাখুন
1/8
'জিন্দেগি না মিলেগি দোবারা' ছবিটির কথা মনে পড়ে? সেখানে তিন বন্ধুর গল্পের অনেকটা জুড়ে ছিল রোড ট্রিপ। এমন একটা ট্রিপে আপনারও বেরিয়ে পড়তে ইচ্ছে করে তো?
2/8
বেরিয়ে পড়া যেতেই পারে। তবে তার আগে কিছু দরকারি বিষয় খেয়াল করা দরকার। প্রথমত, গাড়ির হাল।
3/8
আপনি যদি নিজের গাড়ি করে রোড ট্রিপ করেন, তা হলে আগে ভাল করে গাড়ির 'স্বাস্থ্য পরীক্ষা' করিয়ে নিন। ফিট সার্টিফিকেট পেলে তবেই বেরোবেন।
4/8
কোন পথে যাচ্ছেন, সেই অনুযায়ী গাড়িকেও কিন্তু সাজাতে হবে। সঙ্গে আবহাওয়ার ব্যাপারটাও মাথায় রাখা দরকার।
5/8
লাইসেন্স, ইনশিউরেন্সের কাগজ ও পরিচয়পত্র অবশ্যই সঙ্গে নিয়ে বেরোবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিগুলি যেন হাতের কাছে থাকে।
6/8
যে পথে আপনার যাওয়ার কথা, তার হাল-হকিকত সম্পর্কে লাগাতার খোঁজখবর রাখুন। কোনও বিপর্যয় বা অবরোধ হলে আগেই অন্য রুট খুঁজে নিতে পারবেন।
7/8
'রোড ট্রিপ'-এর ক্ষেত্রে কোনও সমস্যা হলে অবশ্যই স্থানীয়দের সাহায্য নিন। ওঁদের থেকে ভাল পরামর্শ আপনাকে ইন্টারনেট দিতে পারবে না।
8/8
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, খাবার ও কিছু ওষুধপত্র সঙ্গে রাখুন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মধ্যেও খিদে পাবে। তখন যেন বিপদে না পড়তে হয়।
Published at : 29 Aug 2022 08:37 AM (IST)