Staying Slim doing WFH: খাওয়াদাওয়ার নির্দিষ্ট রুটিন থেকে পর্যাপ্ত ঘুম, ওয়ার্ক ফ্রম হোমেও সহজে ঝরান মেদ

ফাইল ছবি

1/10
রোগা হওয়া কথাটা শুনতে যতটা সহজ বলে মনে হয়। আসলে ততটাই কঠিন। বিশেষত ওয়ার্ক ফ্রম হোম চলাকালীন মেদ বাড়ছে সবারই। এই সময়ে কীভাবে নিজেকে স্লিম এবং ফিট রাখবেন?
2/10
ওয়ার্ক ফ্রম হোম চলাকালীন খাবারের রুটিন তৈরি গুরুত্বপূর্ণ। কখন কোন খাবার খাবেন তা একটি রুটিন তৈরি করে ফেলুন।
3/10
নিজের ওয়ার্ক স্টেশন বা কাজের জায়গা থেকে দূরে থাকুক রান্নাঘর।
4/10
প্রতিদিন নিয়ম করে শরীরচর্চার জন্য সময় বের করতে হবে। সেটা ১৫ মিনিট হোক বা ১ ঘণ্টা। নির্দিষ্ট সময় শরীরচর্চায় শরীর থাকবে ফিট।
5/10
সপ্তাহের অন্যান্য দিন সময় না পেলেও অন্তত ছুটির দিন শরীরচর্চা বাধ্যতামূলক।
6/10
খিদে পেলই স্ন্যাকস খাওয়া যাবে না। স্ন্যাকস খাওয়ার জন্য নির্দিষ্ট সময় বেছে নিতে হবে। বিকেলের দিকে ফ্যাট বিহীন স্ন্য়াকস খাওয়া যেতে পারে।
7/10
নির্দিষ্ট সময়ে খাবার খাওয়ার পাশাপাশি শাক সবজিও খেতে হবে। দুপুরের খাবারে থাকুক প্রচুর শাক সবজি।
8/10
খিদে পেলেই যা ইচ্ছা খাওয়া যাবে না। সময় বুঝে খাবার খেতে হবে।
9/10
বাড়িতে থাকার ফলে হাউজ় পার্টি বেড়েছে। অনেকই বেছে নেন অ্যালকোহল। কিন্তু রোগা হতে চাইলে অ্যালকোহলকে না বলতে হবে।
10/10
রোগা হওয়ার চাবিকাঠি পর্যাপ্ত ঘুম। রাতে অন্তত ৮ ঘণ্টা ঘুমানো পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
Sponsored Links by Taboola