Balcony Garden: একচিলতে বারান্দায় একমুঠো সবুজ
বাড়িতে বাগান করতে অনেকেই ভালবাসেন। কিন্তু জমির অভাবে অনেকের সেই সখ পূরণ হয় না। বড় জমি না থাকলে বাগান করা যাবে না এমনটা কিন্তু নয়। ইদানিং ছোট জায়গাতেও বাগান করছেন অনেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশহর বা শহরতলির ছোট ফ্ল্যাটে থাকেন অনেকে। খোলা হাওয়া পেতে ভরসা একচিলতে বারান্দা। সেখানেই কিন্তু সাজিয়ে তোলা যায় গাছ দিয়ে।
ঘরের মধ্যে গাছ রাখেন অনেকে। কিন্তু সেগুলো সবই ইনডোর প্ল্যান্ট। ফুলগাছ লাগাতে গেলে একটু খোলামেলা জায়গায় দরকার। সুযোগ থাকলে বারান্দায় সেটা করাই যায়।
বারান্দায় টবে বা ওই জাতীয় পাত্রে মাটি রেখে বাগান করতে পারেন। যদিও এই ধরনের বাগানে যত্নও অনেক বেশি লাগে। বারান্দায় বাগান করতে গেলে বেশ কিছুদিকে খেয়াল রাখা আবশ্যিক।
বারান্দায় ধুলোবালি আসে। বিশেষ করে রাস্তার ধারে বারান্দা থাকলে এই সমস্যা খুব বেশি হয়। বাগান করতে গেলে চেষ্টা করতে হবে যতটা সম্ভব ধুলো-ধোঁয়া ঠেকানো যায়।
যেকোনও জায়গায় যেকোনও গাছ লাগালে চলবে না। বারান্দায় কতটা রোদ আসে, কখন রোদ আসে। বছরের কোন সময় রোদ আসে তা ভেবে গাছ বাছতে হবে।
যদি বারান্দায় রোদ ও হাওয়ার প্রাচুর্য থাকে, অপরাজিতা, টগর, জুঁই বা এই ধরনের ফুলের গাছ লাগাতে পারবেন।
যদি সেরকম রোদ না ঢোকে, স্যাতস্যাঁতে হয়। তাহলে মানিপ্ল্যান্ট, এরিকা, পাম বা সাকুলেন্ট গোত্রের গাছ রাখতে পারেন।
বাগানে অনেকসময় পোকার প্রাদুর্ভাব দেখা যায়। সেক্ষেত্রে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে ঠিকমতো ওষুধ দিতে হবে। প্রয়োজন জলেরও। গরম ও শীতে জলের প্রয়োজন আলাদা হয়। আগে মাটি পরখ করে দেখতে হবে। গাছের প্রয়োজন বুঝে জল দিতে হবে। প্রয়োজনমতো দিতে হবে সারও।
পোর্সেলিন, পোড়ামাটি-সহ আরও নানা ধরনের টব পাওয়া যায়। বাগান করতে সেগুলি ব্যবহার করা যায়। বিভিন্ন রঙা নুড়ি দিয়ে সাজানো যায়। একটু সময় দিলেই নিজেই শিখে নেওয়া যায় বাগান দেখভালের খুঁটিনাটি। বাগানের হাত ধরে বারান্দার চেহারা তো বদলাবেই, ভাল থাকবে মনও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -