Easy Recipe: ডাল-ভাতেই তৃপ্তির ঢেকুর, পাতে যদি যাতে মুলো-গাজরের আচার

ছবি: পিক্সাবে।

1/10
হাজার ব্যস্ততার মাঝে পাঁচ তরকারি রান্না হয়ে ওঠে না কারও। কোনও রকমে ডাল—ভাত, ডিমসেদ্ধ বা অমলেটেই কাজ চালিয়ে নিতে হয়।
2/10
কিন্তু রোজ রোজ ডাল-ভাতই বা মুখো রোচে কার! তখনই বাইরে খাওয়ার কথা মনে হয়। কিন্তু বাড়িতে যদি থাকে টক-ঝাল আচার, তাহলেই সমস্যা মিটে যায়।
3/10
তবে আম, কুল নয়, ডাল-ভাতই জমিয়ে খেতে বাড়িতে বানিয়ে নিন সবজির আচার। ঝামেলা নেই একেবারেই। খাওয়ার আগে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারেন। আবার বানিয়ে রাখতে পারেন আগে থেকেও।
4/10
উপকরণ: মুলো, গাজর, কাঁচালঙ্কা, গোটা সরষে, খোসা ছাড়ানো সরষে, লবণ, হিং, তেল, আধ চামচ হলুদগুঁড়ো এবং লেবু।
5/10
সরি এবং লম্বা করে মুলো-গাজর কেটে নিন। কাঁচালঙ্কা কুচি কুচি করে অথবা লম্বা করে কেটে রাখুন। এ বার একটি পাত্রে ঢেলে ভাল করে মেশান।
6/10
তারই মধ্যে লবণ এবং হলুদ যোগ করুন। ভাল করে মাখিয়ে ম্যারিনেট হতে দিন কিছু ক্ষণ।
7/10
খোসা ছাড়ানো সরষে হালকা করে পিষে নিন। ভাল করে মাখিয়ে নিন কেটে রাখা মুলো, গাজর এবং লঙ্কার সঙ্গে।
8/10
এ বার ওভেনে প্যান রাখুন। অল্প তেল ঢেলে গরম হতে দিন। তেল গরম হলে প্রথমে গোটা সরষে দিন। তার মধ্যে এক চিমটে হিং।
9/10
ওই গরম তেল এ বার ঢেলে দিন মুলো-গাজরের মিশ্রণের মধ্যে। ভাল করে মাখিয়ে নিন।
10/10
এ বার পরিমাণ বুঝে পাতি লেবু কাটুন। রস নিংড়ে নিন মুল-গাজরের মিশ্রণের উপর। ফের ভাল করে মিশিয়ে নিন। পাতে পড়লে খাবার সাফ হতে সময় লাগবে না।
Sponsored Links by Taboola