Kitchen Hacks: বর্ষাকালে ভিজে যায় নুন-চিনি? সমস্যা এড়াবেন কীভাবে?
Salt and Sugar: সহজ কিছু টিপসে সহজেই এড়াবে এই সমস্যা।
নিজস্ব চিত্র
1/8
বর্ষা হলেই সমস্যা হয় নুন আর চিনিতে। রান্নাঘরে থাকা নুন ভিজে যায়, ডেলা পাকিয়ে যায় চিনি।
2/8
বর্ষাকালে রান্না করতে গেলেই হয় সমস্যা। কখনও ভেজা নুনের কারণে রান্নায় গন্ডগোল হয়। কখনও ভেজা চিনি দিয়ে রান্না করতে গেলেই সমস্যা তৈরি হবে।
3/8
বর্ষাকালে রান্নাঘরের এই সমস্যা থেকে মুক্তি মিলবে কীভাবে? কীভাবে এড়াবেন এই সমস্যা? রইল তারই নানা টিপস।
4/8
পরিষ্কার, শুকনো এবং এয়ার-টাইট পাত্রে রাখুন নুন ও চিনি। তাহলেই স্যাঁতসেতে আবহাওয়ায় সমস্য়া হবে না। দানা বেঁধে যাবে না।
5/8
বর্ষায় স্যাঁতসেতে ভাব থেকে দূরে রাখতে হবে নুন ও চিনিকে। ওভেন, সিঙ্কের পাশে রাখবেন না। যেখানে জল লেগে যেতে পারে, এমন জায়গায় রাখবেন না।
6/8
সবসময় শুকনো চামচ ব্যবহার করতে হবে। ভেজা চামচে সহজেই জল লেগে যাবে নুন বা চিনিতে। শুকনো পাত্র ব্যবহার করতে হবে।
7/8
নুন, চিনি দলা পাকিয়ে গিয়েছে কিনা সেটা নিয়মিত দেখতে হবে। আর্দ্রতা থেকে দলা পাকিয়ে যায় নুন ও চিনি। শুকনো চামচ দিয়ে সেগুলি ভেঙে দিতে হবে।
8/8
কোনওভাবে ভেজা হাত দিয়ে ধরবেন না চিনি ও নুন। তাহলেই দলা পাকিয়ে যাবে নুন ও চিনি।
Published at : 20 Sep 2023 10:57 PM (IST)