Kitchen Hacks Tips: মডিউলার কিচেন নাই বা থাকল! হেঁশেল গুছিয়ে নিন এ ভাবে
রান্নাঘরের সজ্জা।
1/9
ভালবেসে পঞ্চব্যাঞ্জন রান্না হোক বা চটজলদি স্ন্যাক্স, রান্নাঘরে দিনের অনেকটা সময়ই কাটে আমাদের। কিন্তু জায়গার অভাবই হোক বা অগোছালো অবস্থা, মাঝেমধ্যে রান্নাঘরে ঢুকতেই গায়ে জ্বর আসে।
2/9
তবে ফল অনেক দিন ভাল রাখতে কিছু কাজ করতে পারেন। যেমন কলা অনেকদিন ভাল রাখতে তা সেলোফেনে মুড়ে রাখুন।
3/9
আধুনিকতা আমাদের জীবনে প্রবেশ করলেও, মডিউলার কিচেন এখনও অনেকের কাছেই স্বপ্ন। তাই পাথরের স্ল্যাবের উপরই ছড়িয়ে ছিটিয়ে থাকে হাতা, খুন্তি, সাঁড়াশি।
4/9
তাই রান্নাঘরের শেল্ফের সঙ্গে বিশেষ হ্যাঙ্গার লাগানোর ব্যবস্থা করে নিন। তাতে হুকের ব্যবস্থা থাকে।
5/9
করোনা কালে শাক-সবজি, ফলমূলও পরিষ্কার করেই ঢোকানো হয় ফ্রিজে। এমনি ঝুরিতে বা টেবিলের উপর রাখার ক্ষেত্রেও তার অন্যথা হয় না।
6/9
তাতে হাতা-খুন্তি ঝুলিয়ে দিলেই হয়। মশলার কৌটো গুছিয়ে রাখুন তাকের ভিতরেই।
7/9
চটজলটি অমলেট বানাচ্ছেন, বা কেক, অনেক সময় ডিমের খোসার টুকরো পড়ে যায় মিশ্রণের মধ্যে। ঘাবড়ে না গিয়ে ভিজে হাতে খোসা তোলার চেষ্টা করুন। কাজ দেবে।
8/9
শেষপাতে চাটনি না হলে খাওয়া জমে না বাঙালির। কিন্তু রোজ রোজ চাটনি রান্নার সময় থাকে না।
9/9
তাই যে সবজির চাটনি বানাবেন, তার পিউরি আইস কিউবের মধ্যে রেখে দিন। রান্নার সময় বের করে নিলেই হল।
Published at : 20 Feb 2022 03:02 PM (IST)