শীতকালে পাতে রাখুন বিট, মন ভাল তো থাকবেই, স্বাস্থ্যের জন্যও উপকারী

বিটের উপকারিতা

1/10
বিটে রয়েছে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, জিংক, ক্লোরিন, আয়রন ও সোডিয়াম এর ফলে ডায়বেটিসে উপকার করে বিট
2/10
শরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এই সবজি। হতাশা দূর করে, মনও ভাল রাখে।
3/10
বিটের বিটেইন নামক উপাদান মন ভাল রাখতেও সাহায্য করে
4/10
কাল সকাল শরীরচর্চা বা জিমের পর শরীরকে চাঙ্গা করতেবিটের রস খুবই উপকারী। বিটের জুস প্রতি দিন সকালে খেলে শক্তি বাড়ে। পেশির শক্তি বাড়ে।
5/10
বিট হাড় শক্ত করতেও সাহায্য করে। শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে হাড়ের ক্ষয় হয়। ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে বিট।
6/10
বিটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বার করতে সাহায্য করে
7/10
ডিপ্রেশ দূর করতে বিটের মত উপকারি উপাদান খুব কমই আছে। মন ভাল না থাকলে খান বিটের সরবত। এতে থাকা বিটেইন ও ট্রিপটোফোন নামক উপাদান মন ভাল রাখতে সাহায্য করে।
8/10
বিট অ্যান্টি-এজিং হিসাবে কাজ করে। বিট ত্বকের তারুণ্য ধরে রাখতে বেশ উপকারি। এ ছাড়াও বিট ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
9/10
খুব তাড়াতাড়ি এনার্জি আনতে খেতে পারেন বিটের রস। জিমের পর খুব ক্লান্ত লাগলে খেয়ে নিন একগ্লাস বিটের রস।
10/10
বিটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বার করতে সাহায্য করে করে
Sponsored Links by Taboola