শীতকালে পাতে রাখুন বিট, মন ভাল তো থাকবেই, স্বাস্থ্যের জন্যও উপকারী
বিটে রয়েছে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, জিংক, ক্লোরিন, আয়রন ও সোডিয়াম এর ফলে ডায়বেটিসে উপকার করে বিট
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশরীরের রক্ত সঞ্চালন বাড়িয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এই সবজি। হতাশা দূর করে, মনও ভাল রাখে।
বিটের বিটেইন নামক উপাদান মন ভাল রাখতেও সাহায্য করে
কাল সকাল শরীরচর্চা বা জিমের পর শরীরকে চাঙ্গা করতেবিটের রস খুবই উপকারী। বিটের জুস প্রতি দিন সকালে খেলে শক্তি বাড়ে। পেশির শক্তি বাড়ে।
বিট হাড় শক্ত করতেও সাহায্য করে। শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে হাড়ের ক্ষয় হয়। ক্যালসিয়াম ধরে রাখতে সাহায্য করে বিট।
বিটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বার করতে সাহায্য করে
ডিপ্রেশ দূর করতে বিটের মত উপকারি উপাদান খুব কমই আছে। মন ভাল না থাকলে খান বিটের সরবত। এতে থাকা বিটেইন ও ট্রিপটোফোন নামক উপাদান মন ভাল রাখতে সাহায্য করে।
বিট অ্যান্টি-এজিং হিসাবে কাজ করে। বিট ত্বকের তারুণ্য ধরে রাখতে বেশ উপকারি। এ ছাড়াও বিট ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
খুব তাড়াতাড়ি এনার্জি আনতে খেতে পারেন বিটের রস। জিমের পর খুব ক্লান্ত লাগলে খেয়ে নিন একগ্লাস বিটের রস।
বিটে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বার করতে সাহায্য করে করে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -