Grapes Benefits: গরমে জমিয়ে আঙুর খান, উপকার মিলবে
আঙুরে থাকা ফাইটো কেমিক্যাল ও ফাইটো নিউট্রিয়েন্ট ত্বকের সুরক্ষায় কাজ করে। আঙুরে আছে প্রচুর ভিটামিন সি। এটি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআঙুরে থাকা উপাদানগুলো ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের মাত্রা বজায় রাখে শরীরে। পাশাপাশি কিডনির অন্যান্য সমস্যার বিরুদ্ধেও লড়াই করে এই ফল।
স্তন ক্যান্সার প্রতিরোধে উপকারী আঙুর। দেখা গিয়েছে, আঙুরে থাকা উপাদানগুলো ক্যান্সার সৃষ্টিকারী কোষের বিরুদ্ধে কাজ করতে সক্ষম।
চোখ ভাল রাখতে কার্যকরী ভূমিকা পালন করে এই ফল। বয়সজনিত কারণে যাঁরা চোখের সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য ভাল এই ফল।
নিয়মিত আঙুর খেলে বদহজম দূর হয়।
আঙুরে প্রচুর পরিমাণে তামা, লোহা ও ম্যাঙ্গানিজের মতো নানান প্রয়োজনীয় খনিজ পদার্থ রয়েছে যা হাড়ের গঠন ও হাড় শক্ত করতে কাজ করে।
আঙুরের ঔষধি গুণের কারণে এটি অ্যাজমা থেকে রক্ষা করে। ফুসফুসে আর্দ্রতার পরিমাণ বজায় রাখে এই ফল।
যাঁদের শরীরে রক্ত সঞ্চালনের ভারসাম্য বজায় থাকে না তারা আঙুরের রস খেলে উপকার পাবেন।
ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কালো আঙুর।
স্মৃতিশক্তি বাড়াতে, মাইগ্রেনের মতো রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে আঙুরে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -