Mint Leaf: কিডনির জন্য উপকারী, ভাল রাখে ত্বকও! পুদিনার গুণেই সারবে একাধিক সমস্যা
কিডনির জন্য উপকারী, ভাল রাখে ত্বকও! পুদিনার গুণেই সারবে একাধিক সমস্যা
পুদিনা পাতার উপকারিতা
1/10
পুদিনা পাতায় রয়েছে ‘পলিফেনল’ যা এতে ঔষধি গুণ দেয়। ফলে শরীর সুস্থ রাখতে বিভিন্ন ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে এটি।
2/10
হাঁপানি, পেটের সমস্যা সারাতে পুদিনা পাতা বিশেষ উপকারী।
3/10
ভিটামিন এ, সি ও বি কমপ্লেক্স রয়েছে পুদিনা পাতায়, যা ত্বকের যত্নে অত্যন্ত জরুরি উপাদান।
4/10
এ ছাড়াও এই পাতায় আয়রন, পটাসিয়াম এবং ম্যাঙ্গানিজ রয়েছে। এই খনিজ উপাদানগুলো রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা অটুট রাখে।
5/10
অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোনিউট্রিয়েন্টয় থাকায় পুদিনা পাতা হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরি করে শরীরে।
6/10
পুদিনা পাতার এসেন্সিয়াল অয়েলে রয়েছে শক্তিশালী জীবাণুনাশক ক্ষমতা। পাশাপাশি এই পাতা পাকস্থলিকে ভাল রাখতেও সহায়ক।
7/10
নিয়মিত পুদিনা পাতা খেলে বুকে কফ জমে না।
8/10
পুদিনা পাতা পেশিকে শিথিল করে মাধ্যমে ব্যথা কমাতে সাহায্য করে।
9/10
প্রদাহ ও ব্যাকটেরিয়ানাশক গুণ থাকার কারণে ত্বকের ব্রণের সমস্যা সারাতে পুদিনা পাতা কার্যকরী। এই পাতার উচ্চমাত্রায় লিসাইলিক অ্যাসিড থাকে।
10/10
ত্বক পরিষ্কার করতেও এটি বেশ কার্যকর। মৃত কোষ দূর করতে এবং কড়া পড়া অংশ স্বাভাবিক করতেও পুদিনা পাতা ভালে কাজ দেয়। মুখের দুর্গন্ধ দূর করতে পুদিনা পাতা কার্যকরী।
Published at : 20 Jul 2023 12:37 AM (IST)