Mint Leaf: কিডনির জন্য উপকারী, ভাল রাখে ত্বকও! পুদিনার গুণেই সারবে একাধিক সমস্যা

কিডনির জন্য উপকারী, ভাল রাখে ত্বকও! পুদিনার গুণেই সারবে একাধিক সমস্যা

পুদিনা পাতার উপকারিতা

1/10
পুদিনা পাতায় রয়েছে ‘পলিফেনল’ যা এতে ঔষধি গুণ দেয়। ফলে শরীর সুস্থ রাখতে বিভিন্ন ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করে এটি।
2/10
হাঁপানি, পেটের সমস্যা সারাতে পুদিনা পাতা বিশেষ উপকারী।
3/10
ভিটামিন এ, সি ও বি কমপ্লেক্স রয়েছে পুদিনা পাতায়, যা ত্বকের যত্নে অত্যন্ত জরুরি উপাদান।
4/10
এ ছাড়াও এই পাতায় আয়রন, পটাসিয়াম এবং ম্যাঙ্গানিজ রয়েছে। এই খনিজ উপাদানগুলো রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা অটুট রাখে।
5/10
অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইটোনিউট্রিয়েন্টয় থাকায় পুদিনা পাতা হজমের জন্য প্রয়োজনীয় এনজাইম তৈরি করে শরীরে।
6/10
পুদিনা পাতার এসেন্সিয়াল অয়েলে রয়েছে শক্তিশালী জীবাণুনাশক ক্ষমতা। পাশাপাশি এই পাতা পাকস্থলিকে ভাল রাখতেও সহায়ক।
7/10
নিয়মিত পুদিনা পাতা খেলে বুকে কফ জমে না।
8/10
পুদিনা পাতা পেশিকে শিথিল করে মাধ্যমে ব্যথা কমাতে সাহায্য করে।
9/10
প্রদাহ ও ব্যাকটেরিয়ানাশক গুণ থাকার কারণে ত্বকের ব্রণের সমস্যা সারাতে পুদিনা পাতা কার্যকরী। এই পাতার উচ্চমাত্রায় লিসাইলিক অ্যাসিড থাকে।
10/10
ত্বক পরিষ্কার করতেও এটি বেশ কার্যকর। মৃত কোষ দূর করতে এবং কড়া পড়া অংশ স্বাভাবিক করতেও পুদিনা পাতা ভা‌লে কাজ দেয়। মুখের দুর্গন্ধ দূর করতে পুদিনা পাতা কার্যকরী।
Sponsored Links by Taboola