ওজন কমায়, রক্ষা করে ক্যান্সার থেকেও, রান্নাঘরে এই মশলা রেখেছেন তো?

ওজন কমায়, রক্ষা করে ক্যান্সার থেকেও, রান্নাঘরে এই মশলা রেখেছেন তো?

গোলমরিচের উপকারিতা

1/10
গোলমরিচ হজমে সাহায্য করে। গোলমরিচের মধ্যে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। যা হজমে সাহায্য করে।
2/10
গোলমরিচ ওজন কমাতে সাহায্য করে। এটি ফ্যাট সেলগুলোকে ভেঙে দেয়। যার ফলে ওজন কমে ক্যালরি কম হয় এবং এনার্জি বাড়াতে সাহায্য করে।
3/10
ক্যান্সারের অন্যতম ওষুধ হলো গোলমরিচ। এছাড়াও গোলমরিচে আছে ভিটামিন এ, ভিটামিন সি ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট । যা ক্ষতিকর ফ্রী রেডিকেলসে্র হাত থেকে রক্ষা করে শরীরকে ক্যান্সারের হাত থেকে বাঁচায়।
4/10
সর্দি কমাতে সাহায্য করে গোলমরিচ। এক চামচ মধু ও গোলমরিচ গুঁড়ো সর্দি-কাশির সমস্যায় খেলে উপকার মিলবে।
5/10
গোলমরিচে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা অ্যান্টিবায়োটিকের মত কাজ করে। গলা ব্যথা কমাতেও সাহায্য করে গোলমরিচ।
6/10
দাঁত ভালো রাখতে সাহায্য করে গোলমরিচ। গোলমরিচ খেলে শরীরের রক্ত চলাচল স্বাভাবিক হয়।
7/10
গোলমরিচ ত্বকের জন্যওউপকারী। বারের ক্ষতিকর সূর্যের অতি বেগুনি রশ্মি হাত থেকে ত্বকের রক্ষা করে।
8/10
গোলমরিচ আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গোলমরিচের মধ্যে ভিটামিন এ, ভিটামিন সি এবং সেলেনিয়াম রয়েছে। যেগুলি সংক্রমণ প্রতিরোধ করে।
9/10
গোলমরিচ আমাশয় দূর করতে সাহায্য করে। যাঁরা আমাশয় ভুগছেন তাঁরা গোলমরিচ গুঁড়ো সকাল বিকাল দুই বেলা জলের সঙ্গে খেতে পারে।
10/10
পেটের অসুখ সরাতে গোলমরিচ সাহায্য করে। পেট ফাঁপা ইত্যাদির সমস্যায় গোলমরিচ উপকার করে।
Sponsored Links by Taboola