Rose: শুধু বর্ণে-গন্ধেই নয়, গোলাপের একাধিক কার্যকারিতায় অবাক হবেন আপনি

শুধু বর্ণে-গন্ধেই নয়, গোলাপের একাধিক কার্যকারিতায় অবাক হবেন আপনি

গোলাপের উপকারিতা

1/10
ওজন কমাতে সহায়ক গোলাপ। প্রতিদিন গোলাপের পাপড়ি ফুটিয়ে সেই চা পান করতে পারেন। এতে কিছুটা হলেও উপকার মিলবে।
2/10
মানসিক চাপ কমাতে সহায়ক গোলাপ। আয়ুর্বেদ মতে এই ফুলের সুগন্ধ কাজ করে অ্যারোমা থেরাপি হিসেবে। গোলাপ ফুলের পাপড়ি খাওয়ার ফলে ভেতর থেকে সতেজ বোধ করবেন আপনি। এ ক্ষেত্রে গোলাপের গন্ধও উপকারি।
3/10
মানুষের শরীরে গরমের সময়ে তাপ উৎপন্ন হয়; শরীরের অবাঞ্চিত তাপ দূর করতে গোলাপের পাপড়ি ও চিনি দিয়ে হার্বাল চা তৈরি করে খেতে পারেন। আলস্য, ক্লান্তি, পেট ব্যথা, মুখে ঘা, পেটে ব্যথা, মাথা ব্যথা, নাক থেকে রক্তক্ষরণ, চোখ ফোলা, রোদে পোড়া এসব সমস্যা থেকেও সহজে মুক্তি দিতে সাহায্য করে এটি।
4/10
রূপচর্চায় কাজে গোলাপের ব্যবহার বহুল প্রচলিত। মধু ও গোলাপজল মিশিয়ে ব্যবহার করলে ত্বকের অনেক সমস্যার সমাধান হয়। গোলাপের তৈরি ফেসপ্যাক ত্বকে পুষ্টি জোগাতে সাহায্য করে। ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের দাগছোপও দূর করে এটি। প্রতিদিন ব্যবহারে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
5/10
শুধু মানসিক চাপ বা উদ্বেগ নয়, মুখের ঘা, বমি বমি ভাব, মাথার যন্ত্রণা, অতিরিক্ত রক্তপাত, মাইগ্রেন, হজমের সমস্যা, হার্টের স্বাস্থ্যসহ বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে গোলাপ ফুলের চা।
6/10
গোলাপের পাপড়িতে যেসব ফাইবার থাকে সে গুলো হজমশক্তি বাড়াতে সাহায্য করে। হজমের সমস্যা থাকলে, তিন থেকে চার দিন খালি পেটে গোলাপের পাপড়ি এবং পানি দিয়ে তৈরি পেস্ট খেলে উপকার পাওয়া যাবে। এই পেস্ট খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও স্বস্তি মিলবে।
7/10
অনিদ্রা ও পর্যাপ্ত বিশ্রামের অভাবে ক্লান্তি দেখা দিতে পারে। এ ক্ষেত্রে গোলাপের পাপড়ি এবং নির্যাস খুব কার্যকর। এর ঘ্রাণ মন শান্ত ও ফুরফুরে রাখে। এ ক্ষেত্রে গরম জলে গোলাপের পাপড়ি দিয়ে স্নান করলেও আরাম পাবেন
8/10
শুকনো গুঁড়ো করা গোলাপের পাপড়ি অল্প জলে মিশিয়ে ক্ষতস্থানে ব্যবহার করলে ক্ষতস্থান দ্রুত ভাল হয় বলে জানিয়েছেন অনেকে।
9/10
গলা ব্যথা অথবা অতিরিক্ত কাশি কমাতে চাইতে শুকনো গোলাপের পাপড়ি জলে ফুটিয়ে ছেঁকে সেই জলে গার্গল করলে আরাম মিলবে।
10/10
গোলাপের কুঁড়ি থেকে প্রচুর পরিমাণে ভিটামিন-সি পাওয়া যায়। তাই গোলাপের কুঁড়ির তৈরি চা ঠান্ডাজনিত সমস্যা ও কাশির প্রাদুর্ভাব কমাতে কার্যকরী ভূমিকা পালন করে। উল্লেখিত সমস্ত তথ্য প্রয়োগের আগে চিকিৎসকের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola