Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Lifestyle News: 'সোলো ট্রিপে' যাচ্ছেন? ভুলেও ভুলগুলি করবেন না
এক দিকে কাজের চাপ, অন্য দিকে ব্যক্তিগত জীবনের হাজারো ঝক্কি। সব মিলিয়ে বেশিরভাগের জন্যই প্রত্যেক দিনের জীবন যেন কঠিন লড়াই। মাঝেমধ্যে মনে হয় না, সব ছেড়ে একা বেরিয়ে পড়লে কী ভাল হতো?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকা বেরিয়ে পড়া বা 'সোলো ট্রিপ' শরীর ও মন, দুইয়ের পক্ষেই অত্যন্ত জরুরি। তবে কয়েকটি বিষয় খেয়াল না রাখলে বড়সড় বিপদে পড়তে পারেন। বিশেষত কিছু ভুল এক্ষেত্রে করা যাবেই না।
প্রথমত, একা বেরোতে হলে কোনও পাকাপোক্ত প্ল্যান নিয়ে বেরোলে হবে না। হয়তো শেষ মুহূর্তে আপনাকে প্ল্যানের খুঁটিনাটি কিছু বদলাতে হতে পারে। সেই মতো মানসিক ও আর্থিক প্রস্তুতি নিয়ে যান।
'সোলো ট্রিপ'-এর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, নগদের টানাটানিতে যেন না পড়তে হয়।
যত আঁটঘাঁট বেঁধে প্ল্যানিং করুন না কেন, শেষ মুহূর্তে কিছু বাজেট-বহির্ভূত খরচ এসে যেতেই পারে। কাজেই কিছু বাড়তি নগদ সঙ্গে রাখা ভাল।
প্রথমেই বড় ট্রিপ পরিকল্পনা করবেন না। বিশেষত প্রথম ৫-৬টি সোলো ট্রিপ যতটা সম্ভব অল্প মেয়াদে সেরে ফেলুন। আত্মবিশ্বাস তৈরি হলে পরে বড় সফরের পরিকল্পনা করতে পারেন।
একা বেড়াতে গেলে সব সময় নিজের নিরাপত্তা সম্পর্কে সচেতন থাকুন। কাছের কাউকে ট্রিপের খুঁটিনাটি জানাতে ভুলবেন না।
কেন ও কোথায় বেড়াতে যাচ্ছেন, এটা যেন সব সময় আপনার নিজের কাছে স্পষ্ট থাকে। তা হলে 'সোলো ট্রিপ' সব অর্থে উপভোগ্য হয়ে উঠবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -