No Shave November : ট্রেন্ডে 'নো শেভ নভেম্বর', অংশ নিয়েছেন? করতেই বা কী হয়?
No Shave November
1/10
নভেম্বর মাস এলেই বিশ্বজুড়ে ট্রেন্ডে ঘুরে-ফিরে আসে 'নো শেভ নভেম্বর'। কী এই ট্রেন্ড? কেনই বা অংশ নেন এত লোকজন?
2/10
গড়পড়তা আর পাঁচটা ট্রেন্ডের থেকে 'নো শেভ নভেম্বর' অনেকটা আলাদা। করার বিশেষ কিছু নেই। শুধু শেভিং কিট-কাঁচি একমাস তুলে রাখা।
3/10
ক্যানসার আক্রান্তদের সাহায্যের জন্য শুরু হয়েছিল এই ট্রেন্ড। যা এখন বিশ্ববন্দিত।
4/10
গোটা নভেম্বর জুড়ে চুল বা দাড়ি না কাটাটুকুই কিন্তু শুধু ট্রেন্ড নয়।
5/10
মাসজুড়ে সেখান থেকে বাঁচানো অর্থ ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য দেওয়াটাই আসল উদ্দেশ্য।
6/10
পুরুষদের হাত ধরে শুরু হলেও এখন 'নো শেভ নভেম্বর'-এ মিশে রয়েছে নারী-পুরুষের সমান উৎসাহ।
7/10
অনেকেই দীর্ঘদিন ধরে চুল না কেটে এই মাসটিকে বেছে নেন তা কাটিয়ে কোনও ক্যানসার আক্রান্তকে উপহার হিসেবে দেওয়ার জন্য।
8/10
গত বছর বিশ্বজুড়ে প্রায় ১.৭৬ মিলিয়ন ডলার অর্থসাহায্য উঠেছিল নো শেভ নভেম্বর ট্রেন্ডের সুবাদে।
9/10
শুধু ট্রেন্ড্রে অংশটুকু নেওয়াই নয়, চুল বা দাড়িকে বাড়তি নজর দেওয়াটাও এই সময় জরুরি।
10/10
স্বাস্থ্যকর ডায়েটের মধ্যে থাকাও কিন্তু আখেরে ট্রেন্ডেরই অঙ্গ।
Published at : 15 Nov 2021 09:19 AM (IST)