No Shave November : ট্রেন্ডে 'নো শেভ নভেম্বর', অংশ নিয়েছেন? করতেই বা কী হয়?
নভেম্বর মাস এলেই বিশ্বজুড়ে ট্রেন্ডে ঘুরে-ফিরে আসে 'নো শেভ নভেম্বর'। কী এই ট্রেন্ড? কেনই বা অংশ নেন এত লোকজন?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগড়পড়তা আর পাঁচটা ট্রেন্ডের থেকে 'নো শেভ নভেম্বর' অনেকটা আলাদা। করার বিশেষ কিছু নেই। শুধু শেভিং কিট-কাঁচি একমাস তুলে রাখা।
ক্যানসার আক্রান্তদের সাহায্যের জন্য শুরু হয়েছিল এই ট্রেন্ড। যা এখন বিশ্ববন্দিত।
গোটা নভেম্বর জুড়ে চুল বা দাড়ি না কাটাটুকুই কিন্তু শুধু ট্রেন্ড নয়।
মাসজুড়ে সেখান থেকে বাঁচানো অর্থ ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য দেওয়াটাই আসল উদ্দেশ্য।
পুরুষদের হাত ধরে শুরু হলেও এখন 'নো শেভ নভেম্বর'-এ মিশে রয়েছে নারী-পুরুষের সমান উৎসাহ।
অনেকেই দীর্ঘদিন ধরে চুল না কেটে এই মাসটিকে বেছে নেন তা কাটিয়ে কোনও ক্যানসার আক্রান্তকে উপহার হিসেবে দেওয়ার জন্য।
গত বছর বিশ্বজুড়ে প্রায় ১.৭৬ মিলিয়ন ডলার অর্থসাহায্য উঠেছিল নো শেভ নভেম্বর ট্রেন্ডের সুবাদে।
শুধু ট্রেন্ড্রে অংশটুকু নেওয়াই নয়, চুল বা দাড়িকে বাড়তি নজর দেওয়াটাও এই সময় জরুরি।
স্বাস্থ্যকর ডায়েটের মধ্যে থাকাও কিন্তু আখেরে ট্রেন্ডেরই অঙ্গ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -