Raksha Bandhan Special: এবারের রাখীতে ভাইদের জন্য এই মিষ্টিগুলি সাজিয়ে দিতে পারেন
রবিবার রাখীপূর্ণিমা। দাদা বা ভাইদের মঙ্গলকামনায় তাঁদের হাতে রাখী পরাবেন দিদি-বোনেরা। বাংলায় অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখীবন্ধনকে সামাজিক উৎসবে পরিণত করেছিলেন। সেই ধারা বজায় আছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাখী মানেই ভাল খাওয়া-দাওয়া। খাওয়ার মধ্যে অন্যতম আকর্ষণ মিষ্টি। দাদা বা ভাইয়ের জন্য নানারকম মিষ্টি প্লেটে সাজিয়ে দেন দিদি-বোনেরা।
একটু অন্যরকম মিষ্টির আয়োজন করতে চাইলে রাজস্থানী মিষ্টি ঘেভর কিনে আনতে পারেন বা ঘরেই তৈরি করতে পারেন।
গাজর বা সুজির হালুয়াও করতে পারেন দাদা, ভাইদের জন্য।
দাদা বা ভাইয়ের যদি মিষ্টি প্রিয় হয়, তাহলে গুলাব জামুনও দিতে পারেন।
বাঙালির অত্যন্ত প্রিয় মিষ্টি মোয়া ও নাড়ু। রাখীতেও মোয়া, নারকেল নাড়ু করে দেওয়া যেতেই পারে।
দাদা বা ভাইকে রসের মিষ্টিও খেতে দেওয়া যেতে পারে।
লাড্ডু জাতীয় শুকনো মিষ্টিও প্লেটে সাজিয়ে দিতে পারেন।
সারা ভারতে মিষ্টির অভাব নেই। ফলে পছন্দমতো যে কোনও মিষ্টি বেছে নেওয়া যেতে পারে।
নানারকম সন্দেশও রয়েছে। সেগুলিও প্লেটে সাজিয়ে দেওয়া যেতে পারে।
শেষ পাতে কুলফি দেওয়া যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -