Raksha Bandhan Special: এবারের রাখীতে ভাইদের জন্য এই মিষ্টিগুলি সাজিয়ে দিতে পারেন
রাখী মানেই ভাল খাওয়া-দাওয়া, খাওয়ার মধ্যে অন্যতম আকর্ষণ মিষ্টি
1/11
রবিবার রাখীপূর্ণিমা। দাদা বা ভাইদের মঙ্গলকামনায় তাঁদের হাতে রাখী পরাবেন দিদি-বোনেরা। বাংলায় অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখীবন্ধনকে সামাজিক উৎসবে পরিণত করেছিলেন। সেই ধারা বজায় আছে।
2/11
রাখী মানেই ভাল খাওয়া-দাওয়া। খাওয়ার মধ্যে অন্যতম আকর্ষণ মিষ্টি। দাদা বা ভাইয়ের জন্য নানারকম মিষ্টি প্লেটে সাজিয়ে দেন দিদি-বোনেরা।
3/11
একটু অন্যরকম মিষ্টির আয়োজন করতে চাইলে রাজস্থানী মিষ্টি ঘেভর কিনে আনতে পারেন বা ঘরেই তৈরি করতে পারেন।
4/11
গাজর বা সুজির হালুয়াও করতে পারেন দাদা, ভাইদের জন্য।
5/11
দাদা বা ভাইয়ের যদি মিষ্টি প্রিয় হয়, তাহলে গুলাব জামুনও দিতে পারেন।
6/11
বাঙালির অত্যন্ত প্রিয় মিষ্টি মোয়া ও নাড়ু। রাখীতেও মোয়া, নারকেল নাড়ু করে দেওয়া যেতেই পারে।
7/11
দাদা বা ভাইকে রসের মিষ্টিও খেতে দেওয়া যেতে পারে।
8/11
লাড্ডু জাতীয় শুকনো মিষ্টিও প্লেটে সাজিয়ে দিতে পারেন।
9/11
সারা ভারতে মিষ্টির অভাব নেই। ফলে পছন্দমতো যে কোনও মিষ্টি বেছে নেওয়া যেতে পারে।
10/11
নানারকম সন্দেশও রয়েছে। সেগুলিও প্লেটে সাজিয়ে দেওয়া যেতে পারে।
11/11
শেষ পাতে কুলফি দেওয়া যেতে পারে।
Published at : 20 Aug 2021 10:15 PM (IST)