Lifestyle News: দাবার চালে মনের কসরত, দেখুন ছবি

Chess Benefits On Mind: শরীরের কসরত নিয়ে অনেক কথাই শোনা যায়। কিন্তু মনের কসরত? এ ব্যাপারে দুরন্ত কাজে দেয় দাবাখেলা।

দাবা খেলায় মনের কসরত কী ভাবে?

1/8
শরীরের কসরত নিয়ে অনেক কথাই শোনা যায়। কিন্তু মনের কসরত? এ ব্যাপারে দুরন্ত কাজে দেয় দাবাখেলা।
2/8
বুদ্ধি এবং কৌশলী চাল, দুয়ের দুরন্ত সমন্বয় ঘটেছে এই খেলায়।
3/8
অনেকেই মনে করেন, দাবা মনোযোগ বাড়াতে সাহায্য করে।
4/8
দীর্ঘক্ষণ ধরে ফোকাস ধরে রাখা এই খেলার অন্যতম বৈশিষ্ট্য। কাজেই মনোযোগ বাড়াতেই হয়।
5/8
স্মরণশক্তির ধার বাড়াতেও সাহায্য করে এটি। কোন চালে প্রতিপক্ষকে কী ভাবে মাত দেওয়া যাবে, সেটা মনে রাখার জন্য স্মৃতিশক্তির চর্চা জরুরি।
6/8
প্রবলেম সলভিং বা সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে নিয়মিত দাবা খেলায়।
7/8
যে কোনও পরিস্থিতি নিয়ে কী ভাবে ভাবতে হবে, সেটা শেখায় দাবা।
8/8
সবচেয়ে উল্লেখযোগ্য, আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য় করে। যেহেতু খেলার সময় সমস্ত সিদ্ধান্ত খেলোয়াড়ের একার, তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে।
Sponsored Links by Taboola