Lifestyle News: দাবার চালে মনের কসরত, দেখুন ছবি
শরীরের কসরত নিয়ে অনেক কথাই শোনা যায়। কিন্তু মনের কসরত? এ ব্যাপারে দুরন্ত কাজে দেয় দাবাখেলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুদ্ধি এবং কৌশলী চাল, দুয়ের দুরন্ত সমন্বয় ঘটেছে এই খেলায়।
অনেকেই মনে করেন, দাবা মনোযোগ বাড়াতে সাহায্য করে।
দীর্ঘক্ষণ ধরে ফোকাস ধরে রাখা এই খেলার অন্যতম বৈশিষ্ট্য। কাজেই মনোযোগ বাড়াতেই হয়।
স্মরণশক্তির ধার বাড়াতেও সাহায্য করে এটি। কোন চালে প্রতিপক্ষকে কী ভাবে মাত দেওয়া যাবে, সেটা মনে রাখার জন্য স্মৃতিশক্তির চর্চা জরুরি।
প্রবলেম সলভিং বা সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে নিয়মিত দাবা খেলায়।
যে কোনও পরিস্থিতি নিয়ে কী ভাবে ভাবতে হবে, সেটা শেখায় দাবা।
সবচেয়ে উল্লেখযোগ্য, আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য় করে। যেহেতু খেলার সময় সমস্ত সিদ্ধান্ত খেলোয়াড়ের একার, তাই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -